Topic: ফেরাউনের বৃষ্টি-(মিশরীয় লোক কাহিনী )
একবার মিশরে খরা শুরু হল ।কোথাও বৃষ্টি নাই।চারদিকে পানির জন্য হাহাকার।তখন ফেরাউন নিজেকে খোদা ঘোষনা করেছে।তাই প্রজারা সবাই এসে তাকে বলল আপনি আমাদের খোদা এই খরা আর সহ্য হয়না তাড়াতাড়ি কিছু একটা করুন।ফেরাউন তাড়াতাড়ি ইবলিস শয়তানকে ডাকল
### ইবলিস তোর বুদ্ধীতেত নিজেকে খোদা ঘোষনা করেছি এখনত ইজ্জত যায় তাড়াতাড়ি কিছু একটা কর।
### ইবলিস বলল তুমি একটু ও চিন্তা করনা আজ রাতেই বৃষ্টি হবে।
ইবলিসের কথা শুনে ফেরাউন ঘোষনা করে দিল আজ রাতে বৃষ্টি হবে তাই কেউ রাতে যেন ঘর থেকে বের না হয়।
এদিকে ইবলিস রাতে তার বংশের যত শয়তান আছে সবাইকে মিশরে হাজির করল। তারপর বলল
#####মিশরে আজ বহুদিন যাবৎ খরা চলছে বৃষ্টির দরকার তাই তোদের ডেকেছি।
শয়তানরা অবাক! মনে মনে ভাবল বৃষ্টি আমরা কি করে আনব?
ইবলিস ঃবলল আজ রাতে সবাই মিশরের উপর প্রস্রাব করবি।এতেই বৃষ্টির কাজ হয়ে যাবে।
যেই কথা সেই কাজ।ইবলিসের কোটি কোটি বংশধর মনের সুখে সারারাত মিশরের উপর প্রস্রাব করল।মিশরবাসী সারারাত কান ভরে শুনল সেই বৃষ্টি পড়ার মধুর আওয়াজ।যাই হোক সকালে মিশরবাসী ঘুম থেকে উঠে বের হওয়ার জন্য দরজা খুলতেই গন্ধের ধাক্কা খেয়ে আবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল ।কি ব্যাপার!!!?।প্রস্রাবের গন্ধে সারা মিসর দুর্গন্ধে ভরে গেছে। দম নেওয়ার জন্য বিশুদ্ধ বাতাস পর্যন্ত নাই।ফেরাউনেরও একই অবস্থা।সে ইবলিসকে ডাকলঃ কিরে এইটা কি বৃষ্টি দিলি? তোর বৃষ্টির গন্ধেতো মানুষ ঘর থেকে বের হতে পারছেনা।
ইবলিস বললঃ ফেরাউন তুই যেমন খোদা তেমন তোর বৃষ্টি।
Medical Guideline Books

