Topic: ইন্টারনেটে ডটবাংলা ডোমেইন-এ বাংলা ভাষা
ইন্টারনেটে ডোমেইন নেম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়৷ আপনার নামটি যেভাবে আপনার পরিচয় বহন করে, তেমনি ডোমেইন নেম যেকোন ওয়েবসাইটের নিজস্ব পরিচয়৷
রোমান হরফে ঠিকানা
এই ডোমেইন নেম শুরুতে ছিল রোমান হরফ নির্ভর৷ অর্থাৎ যেকোন ইন্টারনেট ঠিকানা হতে হবে রোমান হরফে৷ যেমন, গুগল ডটকম কিংবা ইউএনইপি ডটঅর্গ৷ সবই হতে হবে রোমান হরফে – অর্থাৎ ইংরেজির মত ভাষাতে৷ তবে সেখানেও সমস্যা ছিল৷ যেমন এই ক'দিন আগে পর্যন্ত জার্মান ভাষার কিছু বিশেষ হরফ ইন্টারনেট ঠিকানায় স্থান পেত না৷ সম্প্রতি তা চালু হয়েছে৷
সমস্যা বাঁধলো অন্যত্র৷ ইংরেজি আন্তর্জাতিক ভাষা হলেও বিভিন্ন জাতি নিজস্ব ভাষাকেও দেখতে চায় ইন্টারনেট জগতে৷ সেই ধারণা থেকেই তৈরি হলো বাংলা, হিন্দি কিংবা চীনা ভাষায় ওয়েবসাইট৷ উদাহরণস্বরূপ, প্রথম-আলো ডটকম কিংবা সমকাল ডটকম৷ এসব সাইটের সব বিষয়বস্তুই বাংলা ভাষায়৷
ঠিকানাও বাংলা চাই
ওয়েবসাইটে বাংলা ভাষা পেয়ে সন্তুষ্ট অনেকে৷ কিন্তু এক জায়গায় ইংরেজি থেকেই যাচ্ছে৷ ঠিক ধরেছেন, ওয়েব ঠিকানাটা এখনো রোমান হরফেই লিখতে হচ্ছে৷ এই সমস্যার সমাধান করছে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি৷ সংস্থাটির চেয়ারম্যান জিয়া আহমেদ জানিয়েছেন, আগামী মার্চ মাস থেকেই চালু হচ্ছে বাংলা ডোমেইন৷ এরফলে ওয়েবসাইটের ঠিকানায় যেমন যোগ হবে ডটবাংলা লেজুড়, তেমনি পুরো ঠিকানাটাও লেখা যাবে বাংলা ভাষার হরফে৷
জিয়া আহমেদ বলেন, এ বিষয়ে প্রস্তুতি চূড়ান্ত৷ বাংলা ডোমেইন চালু হলেই ইন্টারনেটে ভাষা হিসেবে বাংলা ভাষা স্বীকৃতি পাবে৷ Bildunterschrift:
ঠিকানা লেখার পদ্ধতি
কম্পিউটারে বাংলা ভাষা নানাভাবে লেখা যায়৷ কেউ বিজয়, কেউ অভ্র, কেউবা অন্য কোন কি-বোর্ড লে-আউট ব্যবহার করে বাংলা লিখছেন৷ বাংলায় ওয়েব ঠিকানা লিখতে তাহলে কি ধরনের কী-বোর্ড লে-আউট ব্যবহার করতে হবে? তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবের এই প্রসঙ্গে বলেন, এক্ষেত্রে সমাধান ইউনিকোড, কে কোন কী-বোর্ড ব্যবহার করছে তা এখানে বিবেচ্য নয়৷
যুক্তাক্ষর
এই ইন্টারনেট বিশেষজ্ঞের কাছে আরো জানতে চাই, যুক্তাক্ষরযুক্ত বাংলা ওয়েবঠিকানাও কি ব্যবহার করা যাবে, যেমন ধরুন সম্পর্ক ডটবাংলা কিংবা যুগপৎনির্যাতন ডট বাংলা? তিনি বলেন, ইউনিকোডের যে কোডিং সেখানে যুক্তাক্ষর কোন সমস্যা নয়৷ তাই, যুক্তাক্ষর দিয়েও ডোমেইন নেম পাওয়া যাবে৷ তবে, কিছু ব্রাউজার এবং কম্পিউটার এখনো ইউনিকোড অক্ষর ঠিকভাবে প্রদর্শন করতে পারে না৷ এই সমস্যা বেশিদিন থাকবে না৷
এবারও কি বিটিসিএল?
ডটবিডি ডোমেইন নেম কিনতে হয় বাংলাদেশের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটিসিএল এর কাছ থেকে৷ এই বিষয়ে খানিকটা আপত্তি রয়েছে তথ্য প্রযুক্তি বোদ্ধাদের৷ রাসেল টি আহমেদ এর মতে, ডটবিডি বা ডটবাংলা ডোমেইনগুলোর দায়িত্ব অন্য কোন প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা উচিত৷ কেননা, বিটিসিএল যুগোপযোগী সেবা প্রদানে সক্ষম হচ্ছে না৷ ফলে ডটবিডি ডোমেইন জনপ্রিয়তা পায় নি, ডটবাংলার ক্ষেত্রেও একই অবস্থা হতে পারে৷
উল্লেখ্য, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছিল বাংলা৷ বর্তমানে বাংলাদেশ-পশ্চিমবঙ্গসহ প্রায় ২৫ কোটি মানুষের মাতৃভাষা বাংলা৷ তাই, ইন্টারনেটে ডটবাংলা ডোমেইন নিঃসন্দেহে বাংলা ভাষার জন্য বড় সম্মানের বিষয়৷
Medical Guideline Books