Topic: DHOOM=3 এর ভিলেন থুক্কু নায়ক হবেন আমির খান।
Dhoom=3 এর জন্য আমির খান নিশ্চিত।যশ রাজ ফিল্মসের ব্যানারে ধুম 3 তে ভিলেনের(আসলে নায়কের)চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন প্রখ্যাত অভিনেতা আমির খান।
পরিচালক-বিজয় কৃষ্ণ আচারিয়া(ভিক্টর)
আমিরের সাথে থাকছেন আগের ২ পর্বের অভিষেক বচ্চন এবং উদয় চোপড়া। তবে নায়িকা এখনও চুড়ান্ত হইনি।যশ রাজ ফিল্মসের পক্ষে প্রিয়াঙ্কা চোপড়াকেই এগিয়ে রাখা হয়েছে।এছাড়াও এই চরিত্রের দৌড়ে রয়েছেন ক্যাটরিনা কাইফ( ) ও দীপিকা পাড়ুকন।
এই বছরের শেষের দিকে ছবির কাজ শুরু হবে এবং ২০১২ সালের ক্রিসমাস উপলক্ষে তা রিলিজ করা হবে।
আমির খান এবার আসবে আরেক স্টাইলে। কাউন্টডাউন শুরু করলাম।কবে যে ২০১২ সালের ২৫ ডিসেম্বর আসবে।তবে অভিনয় যাই পারুক নায়িকা হিসেবে ক্যাটরিনা কাইফের কয়েকটা আইটেম ড্যান্স দেখতে চাই।
সুত্র:- yashrajfilms