Topic: তিনদিনব্যাপী 'কিউবি ল্যাপটপ মেলা ২০১১' শুরু

[box]'জ্বালো প্রযুক্তির আলো'- এই সেস্নস্নাগান নিয়ে গতকাল বুধবার ঢাকার শেরাটন হোটেলে শুরু হয়েছে 'কিউবি ল্যাপটপ মেলা-২০১১'। সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। তিনি বলেন, 'তরুণ প্রজন্মই পারবে সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে। তাদের জন্য প্রয়োজন সুলভ মূল্যে প্রযুক্তি পণ্য সুবিধা। ল্যাপটপ মেলা তাদের সে চাহিদা পূরণ করতে পারবে।' অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার বলেন, 'আমরা এখন শুধুমাত্র ল্যাপটপ বিক্রি করার জন্যই আলাদা একটি তথ্যপ্রযুক্তি বাজার তৈরি করার দাবী জানাচ্ছি, উদ্যোগ নিচ্ছি।' অনুষ্ঠানে বক্তব্য দেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান এবং কিউবির প্রধান বিপনণ কর্মকর্তা নেহাল আহমেদ। ব্রডব্যান্ড ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান কিউবি এবারের ল্যাপটপ মেলার টাইটেল স্পন্সর। মেলার কো-স্পন্সর হিসেবে রয়েছে আসুস, গেটওয়ে, এইচপি, স্যামসাং এবং তোশিবা। মেলার সমন্বয়ক সৈয়দা ফারজানা জামান রুম্পা জানান, বিগত তিন বছরে ঢাকায় ৪ টি এবং চট্টগ্রামে তিনটি সফল ল্যাপটপ মেলার পর এটি মেকার কমিউনিকেশনের আয়োজনে দেশে অষ্টম ল্যাপটপ মেলা। এবারের ল্যাপটপ মেলায় প্রতিটা প্রতিষ্ঠানের ল্যাপটপেই বিশেষ মূল্যছাড় এবং উপহার থাকছে। মেলায় অন্যবারের চেয়ে অনেক বেশি ল্যাপটপ বিক্রি হবে বলে আশা করা যায়। মেলা চলাকালীন কিউবি'র মডেম পাওয়া যাবে ১৫০০ টাকায়। এছাড়া পোষ্টপেইড গ্রাহকদের জন্য থাকবে ১০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং প্রিপেইড সংযোগে ক্রেতাদের জন্য ফ্রি ৭০০ টাকার প্রি-পেইড কার্ড। মেলা থেকে যারা মডেম কিনবেন তারা পাবেন একটি ডিসকাউন্ট ভাউচার যা দিয়ে আসুস এবং স্যামসাং প্যাভিলিয়নে ল্যাপটপ কেনার ক্ষেত্রে তারা বিশেষ ছাড় পাবেন। মেলায় আসুস বা স্যামসাং ব্র্যান্ডের ল্যাপটপ কিনলে বিনামূল্যে পাওয়া যাবে কিউবি মডেম। মেলায় গ্রাহকদের জন্য কিউবি স্থাপন করেছে ৬টি অভিজ্ঞতা বুথ যেখানে তারা ক্রয়কৃত সংযোগ যাচাই করে নিতে পারে। মেলায় স্যামসাংয়ের যে কোন ল্যাপটপ কিনলেই উপহার হিসেবে পাওয়া যাবে কিউবি মডেম। মেলায় বিশেষ মূল্যছাড়ে আসুস, তোশিবা, এইচপি, গেটওয়ে, স্যামসাং, লেনোভো, হায়ার, ডেল, ফুজিৎসু, প্রোলিংক, অ্যাপল, এসার, এমএসআই, সনি, কমপ্যাক, ফ্লোরা পিসি, গিগাবাইট সহ বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া যাবে। বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপও এ মেলায় উন্মোচিত হবে। মেলায় মোট ২১ টি স্টল এবং ১৮ টি প্যাভিলিয়ন রয়েছে। মেলার প্রথম দিনেই ব্যাপক জনসমাগম হয়েছে। ল্যাপটপ কেনার পাশাপাশি নিজের পছন্দেরটি দেখে নিচ্ছেন দর্শকরা। সকালে মেলায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শামীম আহমেদ জানান, প্রতিবারই ল্যাপটপ মেলায় ব্যাপক দর্শক সমাগম থাকায় ভালোভাবে স্টলগুলো ঘুরে ফিরে দেখার সুযোগ থাকেনা। তাই মেলা শুরুর সাথে সাথেই বন্ধুদের নিয়ে হাজির হয়েছি। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। মেলার রেডিও পার্টনার রেডিও এবিসি, ওয়েব পার্টনার বিডিজবস ডট কম এবং অনলাইন নিউজ পার্টনার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম। মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে। আগামীকাল মেলার শেষ দিন।[/box]

আমি মেলা থেকে 2টি প্রবূক কিনলাম 4520s। I5, 500 জিবি HD, 2 জিবি RAM।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: তিনদিনব্যাপী 'কিউবি ল্যাপটপ মেলা ২০১১' শুরু

sawontheboss4 wrote:

আমি মেলা থেকে 2টি প্রবূক কিনলাম 4520s। I5, 500 জিবি HD, 2 জিবি RAM।

কার জন্য?দাম কত নিলো?শুনলাম কিউবি কম দামে যেসব মডেম দিচ্ছে সেগুলো আগের স্টকের যা লিনাক্স সাপোর্ট করে না,ওরা এই উদ্যোগ নিয়েছে কারণ কিছুদিনের মধ্যেই ওদের আরো ভালো কিছু মডেম আসবে যাতে অন্যান্য অনেক সুবিধার সাথে লিনাক্স এবং ম্যাক সাপোর্টও থাকবে।  (y)

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: তিনদিনব্যাপী 'কিউবি ল্যাপটপ মেলা ২০১১' শুরু

সেটা জানিনা! তবে আনলিমিটেড দিতে পারবে কিনা সন্দেহ আছে! I don't know

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: তিনদিনব্যাপী 'কিউবি ল্যাপটপ মেলা ২০১১' শুরু

ভাই ল্যাপটপ কত দিয়ে কিনলেন বললেন না যে?

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: তিনদিনব্যাপী 'কিউবি ল্যাপটপ মেলা ২০১১' শুরু

৫২০০০ পড়ল, সাথে Hp এর একটা জ্যাকেট, আর 4জিবি একটা পেন ড্রাইভ ফ্রী পাইছি, কিনেছি RISHIT থেকে।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: তিনদিনব্যাপী 'কিউবি ল্যাপটপ মেলা ২০১১' শুরু

কার  জন্য  এত পিসি তৌফিক , তোমার জন্য !!!???

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: তিনদিনব্যাপী 'কিউবি ল্যাপটপ মেলা ২০১১' শুরু

dr.shamim wrote:

কার  জন্য  এত পিসি তৌফিক , তোমার জন্য !!!???

একটা আমার বোনের জন্য, আরেকটা আমার খালাতো ভাই এর জন্য।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: তিনদিনব্যাপী 'কিউবি ল্যাপটপ মেলা ২০১১' শুরু

I5, 500 জিবি HD !!!???             



                                    ধরে কে ?  (y)  (y)

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books