Topic: নামায কায়েম করেছেন কি?

আমরা যে বাঁচবো না তাতো সবাই জানি । শুধু তো ইহকাল নিয়েই ব্যস্ত আছি । পরকালের চিন্তা কি করি বা করেছি । সবটুকু তো পালন করতে পারছি   না । তাই যতটুকু সময় পাই তাতে করে কি আমরা পাঁচ ওয়াক্ত নামায টা পড়তে পারি না । দিনে পাঁচ ওয়াক্ত করে নামায কাযা হয়ে দিনে দিনে কাযার পাল্লা ভারি হচ্ছে । আমরা ঘন্টার পর ঘন্টা বসে টিভির সামনে মুভি, সিনেমা, নাটক, নাচ, গান দেখে সময় পার করে দিচ্ছি । কয়দিন আগে শাহরুখ খান আসছিলো তাকে দেখার জন্য হাজার হাজার টাকা খরচ করে তাকে দেখতে যাওয়া    হয়েছে । অথচ একটা ইসলামিক অনুষ্ঠানে কে কত বার গিয়েছে বা যায় । নামায পড়তে মাত্র ৫/১০ মিনিট সময় লাগে । এই সময়টা কি আমরা পরকালের জন্য দিতে পারি না । অনেকেই বলে সময়ের জন্য নামায পড়তে পারি না । ইচ্ছা করলে সময় বের করা যায় । আমার এখানে রোযা আসলে নামাযের রুমে নামায পড়ার জন্য জায়গা পাই না । অথচ সারা বছর নামাযের রুম খালি পরে থাকে । আর এখন সবাই নামাযের রুমে যেয়ে খায় অথবা ঘুমায় । আমি আমার কলিগদের বলি যে নামায পড়তে । সবাই বলে হ্যা নামায টা ধরতে হবে । এই ধরতে ধরতে বছরের পর বছর যায় । নামায কি উড়াল দিয়ে বেড়ায় যে ধরতে হবে । আল্লাহ যেন সবাইকে হেদায়েত করেন আমিন



Re: নামায কায়েম করেছেন কি?

valo jinis likhsen vi,

http://signatures.mylivesignature.com/54490/195/2C1D5ECC2B5514D8ABEEFA8F0D34B59B.png
http://feeds.feedburner.com/medinfo24/FcZw.4.gif


Re: নামায কায়েম করেছেন কি?

খুবই ভালো একটি টপিক,পবিত্র কুরআন শরীফে ৮২ বার(সর্বাধিক) সালাত কায়েম করতে বলা হয়েছে,সালাত ছাড়া কেউই জান্নাতে যেতে পারবে না। সুতরাং আমাদের উচিত আল্লাহকে আরও বেশি ভয় করা এবং নিয়মিত নামাজ আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করা।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg