Topic: বাংলাদেশে এইডসে গত এক বছরে মারা গেছে ৩৭ জন।

বাংলাদেশে গত এক বছরে এইডসে ৩৭ জন মারা গেছে। এ নিয়ে দেশে এই রোগে মৃতের সংখ্যা দাঁড়াল ২৪১। গত এক বছরে এইচআইভি ভাইরাসে নতুন করে আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছে ৩৪৩ জন। ফলে বর্তমানে দেশে মোট এইডস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৮৮।
এ বছর চিহ্নিত এইডস রোগীর সংখ্যা ৮৫০ জন। বিশ্ব এইডস দিবস উপলক্ষে আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এ তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে দেশে এইচআইভি সংক্রমণের হার কম।

তথ্য:- এখানে

আরও সচেতনতা বৃদ্ধি করা উচিত।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: বাংলাদেশে এইডসে গত এক বছরে মারা গেছে ৩৭ জন।

যেভাবে মূল্যবোধের অবক্ষয় হচ্ছে!  ~X

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।