Topic: গুগলে চালু হচ্ছে 'ইনস্ট্যান্ট প্রিভিউ'

গুগলে চালু হয়েছে 'ইনস্ট্যান্ট প্রিভিউ' নামের নতুন সুবিধা। নতুন এ সেবার আওতায় ব্যবহারকারীরা গুগলের কোনো সার্চ ফলাফলে ক্লিক করার আগেই ওই পেইজের স্ক্রিনশট দেখার সুযোগ পাবেন। এতে ব্যবহারকারীদের অনেক সময় সাশ্রয় হবে বলে জানিয়েছে গুগল।
গুগলের পণ্য ব্যবস্থাপক রাজকৃষ্ণ জানান, গুগলে কোনো তথ্য খুঁজতে গেলে প্রথম পেইজে সম্ভাব্য অনেক ফলাফলই দেখানো হয়। ব্যবহারকারীরা সাইটগুলো ভিজিট করে সেখান থেকে সঠিক ফলাফলটি বের করেন। নতুন এ পদ্ধতিতে ব্যবহারকারীরা সাইটটি ভিজিট করার আগেই ফলাফলের ওপর মাউস পয়েন্টার রাখলে ওই ওয়েবপেইজে কী আছে সেটির একটি গ্রাফিক্যাল প্রিভিউ হাজির হবে। সাইট ভিজিট করার আগে ব্যবহারকারীরা ওই গ্রাফিক্যাল প্রিভিউ দেখে নির্দিষ্ট করতে পারবেন কোন ওয়েবসাইটে তাঁর সম্ভাব্য ফলাফলটি রয়েছে। ব্যবহারকারীরা যেখানে একটি ওয়েবপেইজ দেখতে ১০ থেকে ২০ সেকেন্ড পর্যন্ত সময় নষ্ট করেন সেখানে মাত্র এক থেকে দুই সেকেন্ডের মধ্যেই প্রিভিউ দেখার সুযোগ পাবেন।
গুগলের এ ইনস্ট্যান্ট প্রিভিউ দেখার জন্য প্রতিটি সার্চ ফলাফলের পাশে থাকা 'ম্যাগনিফাইং গ্লাস' চিহ্নে ক্লিক করতে হবে।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: গুগলে চালু হচ্ছে 'ইনস্ট্যান্ট প্রিভিউ'

কাজ হচ্ছে, দারুন ২৫৬ তে জটিল কাজ করে!

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: গুগলে চালু হচ্ছে 'ইনস্ট্যান্ট প্রিভিউ'

darun!



Re: গুগলে চালু হচ্ছে 'ইনস্ট্যান্ট প্রিভিউ'

আসলেই চমৎকার একটা ফিচার যোগ করল।

blushing সিগনেচার দিমু কেমনে, টিপ সই লাগলে কন blushing
http://i.imgur.com/bXvhC.jpg
      tongue টিপ সই যেন কোন আঙ্গুল দিয়া দেয় !! tongue