Topic: Medicine ও Surgery এর year ফাইনাল এর রেজাল্ট প্রকাশিত
মেডিসিন ও সার্জারি এর দুটির রেজাল্ট ই প্রকাশজিত হল আজ। কিন্তু দুক্ষের বিষয় সার্জারি এর রেজাল্ট এ ব্যাপক একটি সমস্যার সৃষ্টি করেছে, নতুন ও পুরাতন রোল, সার্জারি এর রেজাল্ট হয়েছে পুরানো রোল নাম্বার অনুযায়ী, কিন্তু তালিকা টি নতুন রোল অনুযায়ী ছেপে দিয়েছে, এর ফলে যারা পরীক্ষা দিয়েছে তারা অনেকেই অ্যাবসেণ্ট, আর ভালো পরীক্ষা দিয়ে অনেকেই ফেলের খাতায় নাম তুলেছে, আশা করা যাচ্ছে ভুল সংশোধন করে খুব দ্রুত সার্জারি বিভাগ নতুন রেজাল্ট প্রকাশ করবে। মেডিসিন রেজাল্ট বরাবর ই কোনও ঝামেলা বিহীন। তবে লিখিত পরক্ষর নাম্বার এর মধ্যে বেশ তারতম্য লক্ষণীয়। মেডিসিন এর রেজাল্ট আপলোড করা হল সুজন পালের আপলোড করা 49th mbbs এর ফেসবুক গ্রুপ থেকে। ফটো ক্রেডিট গোজ টূ সুজন পাল।