Topic: আমি মেহেদী চলে এলাম রংধনু ফোরাম থেকে
হ্যালো,
আমি মেহেদী হাসান । পেশায় ছাত্র । ভাল লাগে ওয়েব ডিজাইন করতে যদিও ওয়েব ডিজাইনে আমি এখনো অজ্ঞ । মৌমাছি যেমন মধুর জন্য এক ফুল থেকে আরেক ফুলে ঘুরে বেড়ায় আমিও তেমনি জ্ঞান অর্জনের জন্য এক ফোরাম থেকে আরেক ফোরামে ঘুরে বেড়াই । নেটে আয়ের পিছনে ঘুরা আমার নেশা । অবসরে ঘাটাঘাটি করি কিভাবে নেটে আয়ের অন্য ভিন্ন পদ্ধতি বের করা যায় । পাশাপাশি গ্রাফিক্সের কাজ করি । এখানে আসলাম আপনাদের কাছ থেকে নতুন নতুন জিনিস শিখতে ।