Topic: কেউ নাই?

কাউরে তো দেখি না sad sad

------------------------------------------
শ্রাবণ দিনে মনের কোনে শ্রাবনীই খেলে যায়
শ্রাবণ দিনে শ্রাবনীই চিনে শ্রাবণের অন্তরায়।


Re: কেউ নাই?

দোস্ত আমদের মেয়েরা লেখাপড়ায় একটু বেশি মনোযোগী তো তাই তাদের জয়েন করতে একটু দেরি হচ্ছে।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: কেউ নাই?

তাই তো মনে হচ্ছে winking

------------------------------------------
শ্রাবণ দিনে মনের কোনে শ্রাবনীই খেলে যায়
শ্রাবণ দিনে শ্রাবনীই চিনে শ্রাবণের অন্তরায়।


Re: কেউ নাই?

sad   sad

টোটালি এক্সট্রোভার্ট। যখন যা মন চায়, তাই করি।


Re: কেউ নাই?

হয়ে যাবে, উপল যেখানে মেয়েরাও তো সেখানে আসবেই নাকি বলো? Take it as compliment!..  big grin

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: কেউ নাই?

ডোন্ট ওয়ারী আমি ট্রাই করলে আগামী ২-১ দিনের ভেতর ১০-১৫ টা মেয়েকে নিয়ে আসতে পারব winking

------------------------------------------
শ্রাবণ দিনে মনের কোনে শ্রাবনীই খেলে যায়
শ্রাবণ দিনে শ্রাবনীই চিনে শ্রাবণের অন্তরায়।


Re: কেউ নাই?

ভাই ১০-১৫ টা কম হয়ে যায় আর বেশি আইনেন  big grin

ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে,
অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে।


Re: কেউ নাই?

এত বেশি দিয়ে কি হবে? রেজাল্ট খারাপ করবে যে তখন winking

------------------------------------------
শ্রাবণ দিনে মনের কোনে শ্রাবনীই খেলে যায়
শ্রাবণ দিনে শ্রাবনীই চিনে শ্রাবণের অন্তরায়।


Re: কেউ নাই?

মেয়ে আনলে রেজাল্ট খারাপ হবে, ব্যাপারটা একটু বুঝায় বলেন।  :lol:

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: কেউ নাই?

তাইলে সবার আগে ফোরামে ফ্যাশন ও বিউটি ট্রিপস রাখতে হবে...... tongue   tongue   tongue   tongue

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: কেউ নাই?

বিউটি টিপস দিবে টা কী? মেয়েরা তো একে অন্যর উপর বিউটি টিপস দিয়ে এক্সপেরিমেন্ট করবে?

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: কেউ নাই?

হা হা হা হা হা ......  :lol:   :lol:   :lol:   :lol: :lol:
শেষে আবার আমাদের উপর না শুরু করে....

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: কেউ নাই?

অফটপিক আর অফটপিক!!



Re: কেউ নাই?

মেয়েদের topics পাইলে হয়,এত বকবক সবায় সুরু করে...



১৫

Re: কেউ নাই?

:optimist:  :optimist:  :optimist:

চল সবাই,
জীবনের আহ্বানে সামনে এগিয়ে যাই।


Re: কেউ নাই?

আসবে আসবে!  :jaw-dropping:

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


১৭

Re: কেউ নাই?

নিউটন জ্ঞান সাগরে নুরিপাথর  নিয়ে খেলাধুলা  করেছে,আর এরা জ্ঞান সাগরে  হাবুডুবু খাচ্ছে।



Re: কেউ নাই?

shamim51 wrote:

নিউটন জ্ঞান সাগরে নুরিপাথর  নিয়ে খেলাধুলা  করেছে,আর এরা জ্ঞান সাগরে  হাবুডুবু খাচ্ছে।

কম্পিউটার বিষয়ে জ্ঞান না থাকলে পরবর্তী জীবনে বেশ ভুগতে হবে।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।