(edited by galib 2011-01-24 08:59:53)

Topic: ভাললাগা কিছু কথা

ভাললাগা কিছু কথা
                                    _________________নীল গোলাপ



সেই ভালবাসাটা বোধহয় ভালো ছিল-

যখন ভালবাসতাম বাড়ির উঠানটাকে,
সকালের সূর্যটাকে,
জাম গাছের হলদে পাখিটাকে,
ভালবাসতাম পুকুরে দাপাদাপি করতে,
পাখির বাসায় হানা দিতে,
কাচা পাকা আম্ কুড়াতে,
সারাদিন বড়শি হাতে মাছ ধরতে
এগুলো এখনও ভালবাসি।।


কিন্তু তারপরেও অঞ্জনের গানের মতঃ
“এরপর কখন হঠাৎ সুখের মানে পাল্টে যায়’’


এখন ভাল লাগে ক্লান্ত দুপুরে লম্বা ঘুম দিতে,
রাতের আধারে একাকী হেটে  যেতে,
বিদ্ধস্ত কাকের মত একাকী চিন্তা করতে,
হিট কোন মুভির মধ্যে বুদ হয়ে থাকতে,
রোমাঞ্ছ কোন বই পড়ে শিহরিত হতে,
আর ভাললাগে অচেনা আলোয় থাকা সেই অপ্সরীকে,
যার চোখের মাঝে আছে অতল সুমুদ্র,
কথায় তার সজীবতার পরশ,
যাকে দেখা হয়নি কখনও,
যাকে ভালবাসি পুরনো থেকে নতুন এ
আদি থেকে অনন্তে।।

                         9.5.2010
                                                           11.05am



Re: ভাললাগা কিছু কথা

খুব ই সুন্দর কবিতা! একটা রেপু!

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।