Topic: সালমান ও ক্যাটরিনার বিচ্ছেদ।

প্রেম ও বিচ্ছেদ—দুটোতেই মোটামুটি বেশ সিদ্ধহস্ত সালমান খান। পুরোনো প্রেমের ইতি টানতে না-টানতেই নয়া প্রেম। এমন ধারাতে সেই শুরু থেকেই চলছেন সালমান। ঐশ্বরিয়ার সঙ্গে সবকিছু চুকেবুকে যাওয়ার পর সালমানের প্রেমিকা হিসেবে শোনা যাচ্ছিল ক্যাটরিনা কাইফের নাম। অবশ্য ক্যাটরিনার সঙ্গেও যে সম্পর্কটা তাঁর খুব ভালো যাচ্ছিল, তা নয়। এবার ক্যাটরিনার সঙ্গেও ছাড়াছাড়ির পালা। সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে সালমান নিজেই জানিয়েছেন ক্যাটরিনার সঙ্গে তাঁর বিচ্ছেদের খবর।
‘ক্যাটরিনার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। আমরা আগেও ভালো বন্ধু ছিলাম, এখনো ভালো বন্ধুই আছি। আমার মনে হয় সবকিছু ভুলে শেষ পর্যন্ত বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারাটাই দারুণ একটা ব্যাপার।’ বলেছেন সালমান।
এদিকে অবশ্য সমানে কানাঘুষা চলছে, পুরোনো প্রেমিকা সংগীতা বিজলানির সঙ্গে আবার মেলামেশা শুরু করেছেন সালমান।

সুত্র:- প্রথম-আলো

হে হে সালমান আসলেই বিশ্বপ্রেমিক,স্যালুট বস।  (y)   (y)

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: সালমান ও ক্যাটরিনার বিচ্ছেদ।

প্রেমের মরা জলে ডবে না । :পাগল:



Re: সালমান ও ক্যাটরিনার বিচ্ছেদ।

godhuli wrote:

প্রেমের মরা জলে ডবে না । :পাগল:

ব্যাপক মজা পাইলাম! tongue

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।