Topic: তৈরি হচ্ছে 'জাতীয় ই-তথ্যকোষ'

[box]বাংলাদেশ সরকারের উদ্যোগে এবং ইউএনডিপির অর্থায়নে তৈরি হচ্ছে 'জাতীয় ই-তথ্যকোষ'। অনেকটা উইকিপিডিয়ার আদলে তৈরি স্বল্প পরিসরের এ তথ্যকোষে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, দুর্যোগ ব্যবস্থাপনা, অকৃষি উদ্যোগ, পর্যটন ও কর্মসংস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য সনি্নবেশ করা হচ্ছে। গতকাল কালের কণ্ঠকে এ তথ্য জানান একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পরিচালক মো. নজরুল ইসলাম খান।
তিনি জানান, ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) থেকে জীবন ও জীবিকাসংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে এই সমন্বিত তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আইন ও সালিশকেন্দ্র, অপরাজেয় বাংলাদেশ, ব্র্যাক, ডি-নেট, বিএনডবি্লউএলএ, আইসিডিডিআরবি, সেভ দ্য চিলড্রেন (সুইডেন-ডেনমার্ক), মানুষের জন্য ফাউন্ডেশন, অংকুর আইসিটি ফর ডেভেলপমেন্ট, ইংলিশ ইন অ্যাকশনসহ ২৪টি বেসরকারি প্রতিষ্ঠান তাদের সংগৃহীত বিভিন্ন তথ্য এই তথ্যভাণ্ডারে সনি্নবেশ করতে ই-তথ্যকোষের সদস্য হয়েছে। জাতীয় তথ্যকোষের সঙ্গে তাদের তৈরি তথ্য কিভাবে লিংক করে দেওয়া যায় সে বিষয়ে এসব প্রতিষ্ঠানের দুজন করে প্রতিনিধি ইতিমধ্যে প্রশিক্ষণও নিয়েছেন। নজরুল ইসলাম খান বলেন, ই-তথ্যকোষ এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এ বছরের মধ্যেই এটি আনুষ্ঠানিকভাবে চালু করার সম্ভাবনা রয়েছে। www.infokosh.bangladesh.gov.bd ঠিকানায় এই তথ্যকোষ পাওয়া যাবে।[/box]
সুত্র : কালের কণ্ঠ

ওয়েবসাইট তে গেলাম, বেশ ভারী সাইট মনে হল, লোড হতে সময় নিলো। যাক এগিয়ে যাক বাংলাদেশ।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: তৈরি হচ্ছে 'জাতীয় ই-তথ্যকোষ'

হুমম,অনেক দরকারি তথ্য পাওয়া যাবে।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg