Topic: ফ্ল্যাশ ড্রাইভের অটোপ্লে বন্ধ

কম্পিউটারে ফ্ল্যাশ ড্রাইভ প্রবেশ করালে তা স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। এ কারণেই ফ্ল্যাশ ড্রাইভের ভাইরাস স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারে ঢুকে পড়ে। এ সমস্যা থেকে বাঁচতে স্টার্ট মেন্যু থেকে RUN-এ যান। বক্সে gpedit.msc টাইপ করুন এবং এন্টার চাপুন। গ্রুপ পলিসি উইন্ডো খুলবে। Administrative তেম্প্লাতেশ > System-এ ক্লিক করুন। এবার Turn off Autoplay ক্লিক করুন এবং Enable নির্বাচন করে ওকে চাপুন।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: ফ্ল্যাশ ড্রাইভের অটোপ্লে বন্ধ

vista তে একটু আলাদা। দেখুন-
স্টার্ট মেন্যু থেকে RUN-এ যান। বক্সে gpedit.msc টাইপ করুন এবং এন্টার চাপুন।
লোকাল গ্রুপ পলিসি এডিটর  খুলবে।
এই বক্সের বাম দিকে লিখা Local computer policy >user configaration > administrative  templates > windows components > Auto play  policies এ ক্লিক করুন । এবার Turn off Autoplay ক্লিক করুন এবং Enable নির্বাচন করে ওকে চেপে বের হয়ে আসুন ।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: ফ্ল্যাশ ড্রাইভের অটোপ্লে বন্ধ

অবশ্য 7 এ কন্ট্রোল প্যানেল থেকেই করা যাই।  confused

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।