Topic: ডাচ অধিনায়ক ও কোচের জন্য নাইট উপাধি
নেদারল্যান্ডস ফুটবল দলের কোচ ও অধিনায়ককে নাইট উপাধিতে ভূষিত করা হয়েছে মঙ্গলবার। হেগে এক অনুষ্ঠানে ডাচ ক্রীড়ামন্ত্রী আব ক্লিংক কোচ ভ্যান মারউইক এবং অধিনায়ক জিওভান্নি ভ্যান ব্রঙ্কহস্টের র্কোটে পদক পরিয়ে দেন। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এ দু’জনকে নাইট উপাধিতে ভ‚ষিত করা হয়। ডাচ প্রধানমন্ত্রী জান পিটার ব্যালকেনেন্ডে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যাওয়া সত্বেও নেদারল্যান্ডস জাতীয় দলকে ‘অনুপ্রেরণাদায়ক’ বলে উলেখ করেন। তিনি বলেন, ‘অরাঞ্জি নিয়ে র্গবতি নেদারল্যান্ডস।’ ডাচ জাতীয় দলকে ‘অরাঞ্জি’ নামে ডাকা হয়। হেগে নিজের সরকারি বাসভবনে জান পিটার রবেন, স্নেইডারদের কেক ও কফি দিয়ে আপ্যায়িত করেন। প্রধানমন্ত্রীর পরনে ছিল কমলা রঙের টাই। তার বাড়ির বাগান সাজানো হয়েছিল কমলা রঙের বেলুন দিয়ে। সরকারি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে ডাচ ক্রীড়ামন্ত্রী ক্লিংক বলেন, ‘এটি একটি চমৎকার র্অজন।’
ডাচ প্রধানমন্ত্রী ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের জন্য খেলোয়াড়দের এখন থেকেই প্রস্তুত হওয়ার আহŸান জানান। ‘আরেকটি বিশ্বকাপ ফাইনালে খেলার জন্য আরও ৩২ বছর অপেক্ষা করার কোন মানে হয় না। প্রতিশোধ নেয়ার সুযোগ অপেক্ষা করছে আমাদের সামনে,’ বলেছেন ডাচ প্রধানমন্ত্রী। এএফপি।
সূত্র : এখানে