Topic: অ্যাপেনডিসাইটিস

http://img594.imageshack.us/img594/5792/acute.jpg

তলপেটে হঠাৎ করে ব্যথা উঠলেই অনেকে মনে করে থাকেন অ্যাপেনডিসাইটিসের ব্যথা। জরুরি ভিত্তিতে অপারেশন দরকার। আসলে কথাটা সঠিক নয়। পেটে ব্যথা অ্যাপেনডিসাইটিস ছাড়াও বহুবিধ কারণে হতে পারে। ওষুধের মাধ্যমেও পেটের ব্যথা থেকে নিরাময় হওয়া যায় অনেক ক্ষেত্রে।

অ্যাপেনন্ডিক্স হচ্ছে ছোট নলাকার একটি অঙ্গ যা বৃহদন্ত্রের সাথে সংযুক্ত থাকে। লম্বায় ২-২০ সে.মি.। কোনো কারণে অ্যাপেনন্ডিক্সের মধ্যে ইনফেকশন হলে এটি ফুলে যায়, প্রদাহ হয়, তখন একে বলা হয় অ্যাপেনডিসাইটিস।

উপসর্গগুলো
সাধারণত প্রথমে ব্যথা নাভির চারপাশে অনুভব হয় এবং কয়েক ঘণ্টা পর ব্যথাটা তলপেটের ডান পাশে চলে আসে। তবে বিশেষ ক্ষেত্রে পেটের অন্য অংশেও ব্যথা হতে পারে।

১. বমি বমি ভাব হতে পারে;
২. বমিও হতে পারে;
৩. অরুচি হতে পারে;
৪. পাতলা পায়খানা হতে পারে এবং
৫. জ্বর হতে পারে।

এ রোগ সম্পর্কে নিশ্চিত হতে হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের রোগীর ওপর পরীক্ষা-নিরীক্ষাই বেশি জরুরি। আলট্রাসনোগ্রাম কিংবা রক্ত পরীক্ষা অ্যাপেনডিসাইটিস নির্ণয়ে সহায়ক হতে পারে। তবে এ রোগ নির্ণয়ে চিকিৎসকের অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ। পেটের ডান দিকে নিচের অংশে অনেক কারণে ব্যথা হতে পারে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। তাই এ রোগে অপারেশনের আগে চিকিৎসককে অবশ্যই অন্য কারণগুলো খতিয়ে দেখতে হবে। তবে অ্যাপেনডিসাইটিস হলে সুনির্দিষ্ট চিকিৎসা হচ্ছে অপারেশন। কারো অ্যাপেনডিসাইটিস হলে যদি অপারেশন করা না হয় তাহলে অ্যাপেনন্ডিক্স ছিদ্র হয়ে যেতে পারে, ইনফেকশন পুরো পেটে ছড়িয়ে পড়তে পারে এবং জীবন বিপন্ন হতে পারে।

ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে,
অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে।


Re: অ্যাপেনডিসাইটিস

জটিল, একেবারে আরএমসি অনলাইন মার্কা টপিক। মানুষকে এই সম্পর্কে জানানোর জন্য একটি রেপু।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: অ্যাপেনডিসাইটিস

sabbir48 wrote:

পেটের ডান দিকে নিচের অংশে অনেক কারণে ব্যথা হতে পারে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে।

আজকেই আমার এক বান্ধবী এই বিষয়েই কথা বললো।তারও প্রথমে তলপেটে ব্যথা হয়েছিলো,সে মনে করেছিলো এটা  অ্যাপেনডিসাইটিস।প্রায় ১৫দিন ব্যথায় ভুগার পর বিষেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মতো টেস্ট করে বুঝা যায় যে তার আসলে  অ্যাপেনডিসাইটিস না তার আসলে প্রিয়ডের সমস্যা।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: অ্যাপেনডিসাইটিস

মেয়েদের ক্ষেত্রে ডিডি অর্থাত্ ডিফারেনশিয়াল Diagnosis অনেক বেশি। অনেক কিছুই হতে পারে॥

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: অ্যাপেনডিসাইটিস

sawontheboss4 wrote:

জটিল, একেবারে আরএমসি অনলাইন মার্কা টপিক। মানুষকে এই সম্পর্কে জানানোর জন্য একটি রেপু।

ঠিক তাই (!)
আমার পক্ষ থেকেও একখান +

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।


Re: অ্যাপেনডিসাইটিস

sabbir48 wrote:

অ্যাপেনডিসাইটিস হলে যদি অপারেশন করা না হয় তাহলে অ্যাপেনন্ডিক্স ছিদ্র হয়ে যেতে পারে, ইনফেকশন পুরো পেটে ছড়িয়ে পড়তে পারে এবং জীবন বিপন্ন হতে পারে।

কয়েকদিন আগে আমার এক আত্ত্বীয় এই সমস্যায় পড়েছিল। একে বলা হয় generalized peritonitis। আসলেই সেটি জীবন বিপন্নকারী।

সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্বরণে
আমার হৃদয় রেখে যেতে চাই, তাদের সৃতির চরণে


Re: অ্যাপেনডিসাইটিস

ভাইয়া
তলপেটে আর কি কি কারনে ব্যাথা হতে পারে?জানালে উপকৃত হতাম।



Re: অ্যাপেনডিসাইটিস

Sabbir vi, Rt and Lt side er differential diagnosis gula dia diten ! Valo hoito.

http://signatures.mylivesignature.com/54490/195/2C1D5ECC2B5514D8ABEEFA8F0D34B59B.png
http://feeds.feedburner.com/medinfo24/FcZw.4.gif