Topic: ফ্রান্স কে ডুবানতে গোপন হাত যাদের

[box]কোচের সঙ্গে র্দুব্যবহার করে স্ট্রাইকার আনলেকার দেশে ফেরত যাওয়া, পরবর্তীতে বাকি খেলোয়াড়দের একযোগে অনুশীলন বর্জন করে প্রতিবাদ করা সবকিছু নিয়ে বিশ্বকাপে অস্থিতিশীল সময় কাটাচ্ছে ফ্রান্স। দলটির কর্মকর্তারা বলছেন কয়েকজন সিনিয়র খেলোয়াড় দলের মধ্যে এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে মূল ভ‚মিকা রেখেছেন। এদের মধ্যে তারকা স্ট্রাইকার থিয়েরি অঁরি, উইলিয়াম গালাস, এরিক আবিদালের নামই মূল হোতা হিসেবে উঠে আসছে। ফ্রান্স দলের কর্মকর্তারা বিশ্বাস করেন অঁরি-গালাস এই ষড়ষন্ত্রে জড়িত।

ফ্রান্স দলের কর্মকর্তা হেনরি মনটেলি দি সানকে বলেন,‘তিন থেকে চারজন এ ঘটনায় নেতৃত্ব দিয়েছে। বাকিরা শুধু তাদের অনুসরণ করেছে।’ হেনরি আরো বলেন, ‘কেউ কেউ ডমনেখের কাছে গিয়েছিল। যা ঘটেছে তার জন্য তারা ডমনেখের কাছে দুঃখ প্রকাশ করেছে। তারা সবাই তরুণ খেলোয়াড়। নেতৃত্ব দিয়েছে তারাই যারা আর পুনরায় বিশ্বকাপ খেলতে পারবে না। কারা তারা? গালাস, আবিদাল, অঁরি যারা আনলেকার বন্ধু।’ এদিকে ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী রোজেলিন ব্যাচেলট হতাশ দলের পারফরম্যান্সে। তিনি সবাইকে সতর্ক করে বলেছেন খেলোয়াড়রা ফ্রান্সের জন্য খুবই বাজে পারফরম্যান্স দেখিয়েছেন। ব্যাচেলট বলেন, ‘আমি তাদেরকে বলেছি তারা ফ্রান্সের ভাবমূর্তি নষ্ট করেছে।’[/box]

সূত্র : এখানে

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: ফ্রান্স কে ডুবানতে গোপন হাত যাদের

খেলতে পারছে না এটাই আসল কথা।  (n)

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg