Topic: খাদ্যরসিক গণতন্ত্রী তেলাপোকা

http://www.chobimohol.com/image-0387_4C0E4636.jpg


[box]যুক্তরাজ্যের গবেষকরা সম্প্রতি জানিয়েছেন যে, ভালো খাদ্য উৎসের সন্ধান পেলে তেলাপোকারা নাকি নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারে। তারপর সবগুলো তেলাপোকা একজোট হয়ে খাদ্য বিষয়ক সিদ্ধান্ত নেয়। খবর বিবিসি অনলাইনের। গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রায়ই দেখা যায় রাতের বেলা অন্ধকারে রান্নাঘরে তেলাপোকা একজোট হয়ে খাবার খাচ্ছে। ভালো খাবারের সন্ধান পেলে তেলাপোকারা অন্য তেলাপোকাদের সঙ্গে যোগাযোগ করার কারণেই এমনটি ঘটে। এ গবেষণার ফল প্রকাশিত হয়েছে বিহেভিয়ারাল ইকোলজি এবং সোশিওবায়োলজি সাময়িকীতে। এদিকে কুইন মেরিস’ স্কুল অফ বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল সায়েন্স এর গবেষক ড. ম্যাথিউ লিহোরু বলেছেন, ‘মানুষ তেলাপোকা দেখে ভয় পেয়ে তাদের কেবল মারতে চায়। এটি না করে তাদের নিয়ে গবেষণা করা উচিৎ। কারণ আমরা এ প্রাণীটির আচরণ বিষয়ে অনেক কিছুই জানি না।’ তিনি বলেন, তেলোপোকার খাদ্যাভাস বিষয়ে আগে ধারণা ছিলো- এ প্রাণীটি একা একা খেতেই পছন্দ করে। কিন্তু এটি ঠিক নয়, বরং এরা দল বেধে খেতেই বেশি পছন্দ করে। আবার এমনও দেখা যায় সবচে ক্ষুধার্ত তেলাপোকাটি সবার খাওয়া হয়ে গেলেও একা একা খেয়েই যাচ্ছে। গবেষকরা জানিয়েছেন, কী খেতে হবে সে বিষয়ে তেলাপোকার দল একসঙ্গেই সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, এ গবেষণাটি করা হয়েছিলো Blattella germanica প্রজাতির তেলাপোকাদের নিয়ে।[/box]



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/মিন্টু/এইচবি/এইচআর/জুন ০৬/১০

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: খাদ্যরসিক গণতন্ত্রী তেলাপোকা

কিন্তু আমি তো দেখেছিলাম, (এই মুহুর্তে মনে নেই কোথায়) তেলাপোকার আয়ু মাত্র ৭ দিন, এবং তারা খেতে পারে না; শুধুমাত্র না খেতে পারার জন্য তাদের এই স্বল্প আয়ু !

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।


Re: খাদ্যরসিক গণতন্ত্রী তেলাপোকা

অচেনাকেউ wrote:

কিন্তু আমি তো দেখেছিলাম, (এই মুহুর্তে মনে নেই কোথায়) তেলাপোকার আয়ু মাত্র ৭ দিন, এবং তারা খেতে পারে না; শুধুমাত্র না খেতে পারার জন্য তাদের এই স্বল্প আয়ু !

আরে না খেয়ে কী কেও কোনদিন বাচতে পারে। আজমল এর তেলাপোকা চ্যাপ্টার ১০ - ১৫ বার পড়ছি। কোথাও এরকম কথা লেখা নাই।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।