Topic: পানির বোতল গেল কই?

ইদানিং হোষ্টেলে পানি আনতে যেয়ে বোতল টিউব ওয়েল এর কাছে রেখে গেলে সে বোতল গুলো আর খুজে পাওয়া যাচ্ছে না। এ নিয়ে যারা বোতল হারাচ্ছেন তাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে, এবং তারা নতুন কেনা বোতল গুলো না পেয়ে বোতল চোরের প্রতি বেশ ক্ষিপ্ত। ৪৯ টিএম ব্যাচ এর আল মারুফ এর কাছ থেকে জানা যাই, সে নাকি ইতিমধ্যে তার ৩ টি নতুন বোতল হারিয়েছে, মেডিকেল স্টুডেন্ট দের কাছ থেকে এরকম আচরণ কারোর ই কাম্য নয়। নীচের ছবি টি দেখুন।

http://www.chobimohol.com/image-3907_4C076F3A.jpg


বিষয় টি বেশ রহস্য জনক, এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা দরকার।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: পানির বোতল গেল কই?

:lol:  :lol:  :lol:  :lol:  :lol: ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে!  tongue

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/1805_amar_thikana.gif