Topic: আমার দেশ পত্রিকা বন্ধ
ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সকাল থেকে শুরু এক ঘটনার নাটকীয় পরিণতিতে মঙ্গলবার রাতে দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশনা (ডিকারেশন) বাতিল করেছে সরকার।
পত্রিকাটির একজন সাংবাদিক জানান, রাত সাড়ে ১১ টার দিকে তেজগাঁওয়ের লাভরোডে অবস্থিত তাদের মুদ্রণ কার্যালয়টি পুলিশ বন্ধ করে দিয়েছে।
এর আগে রাত ১০টায় এ সংক্রান্ত আদেশে জেলা প্রশাসক স্বার করেন বলে তার কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান।
জেলা প্রশাসক মহিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাশমত আলীর অভিযোগের ভিত্তিতে এই পদপে নেওয়া হয়েছে।"
রাতেই কারওয়ান বাজারে পত্রিকার কার্যালয় ও তেজগাঁও এলাকার ছাপাখানায় পুলিশ যায়।
গত মাসে বেসরকারি টেলিভিশন কেন্দ্র চ্যানেল ওয়ান বন্ধ করে দেওয়া হয়।
আমার দেশ পত্রিকার উপ-সম্পাদক ও প্রধান প্রতিবেদক সৈয়দ আবদাল আহমেদ রাত পৌনে ১২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পত্রিকার বুধবারের সংখ্যা এক ঘণ্টা আগেই ছাপা শুরু হয়েছিল। পুলিশ ছাপা হওয়া পত্রিকার কপি সরবরাহ করতে দেয়নি। তারা বলেছে মুদ্রণ কার্যক্রম বন্ধ থাকবে।"
পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক কারওয়ান বাজারে তার কার্যালয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, প্রকাশনা বন্ধের আদেশের কাগজপত্র না দেখিয়েই পুলিশ মুদ্রণ কার্যালয় বন্ধ করে দিয়েছে।
২০০৪ সালের সেপ্টেম্বরে জোট সরকারের আমলে পত্রিকাটি প্রকাশিত হয়।
এর আগে একদল পুলিশ রাত সাড়ে ১১টার দিকে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করতে তার কার্যালয়ে ঢোকে।
এরও আগে তার বিরুদ্ধে পত্রিকাটির প্রকাশক হাশমত আলী হাসু একটি 'প্রতারণা' মামলা করেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছেন ওসি ওমর ফারুক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় প্রতারণার মাধ্যমে আর্থিক তি সাধনের অভিযোগ আনা হয়েছে।
এর আগে সকালে হাসুকে তার শাহজাহানপুরের বাড়ি থেকে সরকারি সংস্থার সদস্যরা তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার পরিবারের লোকজন।
বিকালে হাসুকে ছেড়ে দেওয়া হয়।
এর আগেই মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বিরুদ্ধে মামলার আশঙ্কা করছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এমএসবি/জিএনএ/২৩৪০ ঘ.
সূত্র : এখানে