Topic: বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইংল্যান্ডের স্বপ্ন পূরণ

বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইংল্যান্ডের স্বপ্ন পূরণ

   
ক্রিকেটের জনক ইংল্যান্ড। এ নিয়ে মতানৈক্য থাকলেও ক্রিকেটের আসল চর্চাটা সেই শুরু থেকে ইংল্যান্ডেই হয়ে আসছে। কিন্তু বিশ্ব ক্রিকেটে কোনো দিনই চ্যাম্পিয়ন হতে পারেনি এই ইংল্যান্ড। ইংরেজদের আজন্ম সেই স্বপ্ন অবশেষে বাস্তবায়িত হলো। হোক না টি-২০ ক্রিকেট। এতে এখন বিশ্ব চ্যাম্পিয়ন তারা। বার্বাডোজে অনুষ্ঠিত গত রাতের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে হারিয়ে সেই স্বপ্ন পূরণ করল তারা। গুরুত্বপূর্ণ এ ম্যাচে অস্ট্রেলিয়া সেভাবেই লড়তেই পারল না। ফলে অনেকটা সহজেই ৭ উইকেটে অসিদের হারিয়ে জয়ের স্বাদ নিল ইংল্যান্ড। টসে জিতে অস্ট্রেয়িলাকে প্রথমে ব্যাট করতে দিয়েছিল ইংল্যান্ড। সাইডবোটম প্রথম ওভারেই ওয়াটসনকে প্যাভিলিয়নে ফিরিয়ে যে সূচনা করেন সেটা পরের দুই ওভারেও অব্যাহত ছিল। দ্বিতীয় ওভারে ওয়ারনারকে রানআউট করে তৃতীয় ওভারে সাইডবোটম আবারো আঘাত হানেন অসি ইনিংসে। এবার আউট করেন তিনি হাডিনকে। অস্ট্রেলিয়ার রান দাঁড়ায় ৮, তিন উইকেটে। এ থেকে উত্তরণের আপ্রাণ চেষ্টা চালায় অস্ট্রেলিয়া। মাইকেল ক্লার্ক, ডেভিড হাসি, ওয়াইট, মাইক হাসি মিলে দলকে সম্মানজনক স্থানে নিয়ে যেতে সক্ষম হন। ৬ উইকেট হারিয়ে ১৪৭ করে তারা ২০ ওভারে। ডেভিড হাসি সর্বোচ্চ ৫৯, ওয়াইট ৩০ ও মাইকেল ক্লার্ক করেন ২৭ রান। এর পর ১৪৮ রানের সহজ মাত্রাকে সামনে রেখে খেলতে নেমে ইংল্যান্ড ৭ রানে ল্যাম্বকে হারিয়ে একটু চাপে পড়ে। কিন্তু অপর ওপেনার কিজওয়েটার ও পিটারসন সে কথা মনে রাখেননি। ৬৮ বলে ১১১ রানের দুর্দান্ত এক পার্টনারশিপ খেলেন তারা। http://www.chobimohol.com/image-97B5_4BF0CE49.jpg
এতেই অসিদের সব প্রতিরোধ ভেদ করে জয়ের লক্ষ্যমাত্রার কাছাকাছি চলে যায় ইংল্যান্ড। পিটারসন ৩১ বলে ৪৭ রান করে আউট হওয়ার পর দলীয় ১২১ রানে আউট হয়ে যান কিজওয়েটারও। ৪৯ বলে ৬৩ করেছিলেন তিনি। এর পর কলিংউড ও মরগান মিলে অসি বোলারদের দেখেশুনে খেলে ১৮ বল হাতে রেখেই দলকে নিয়ে যান জয়ের ল্যান্ডমার্কে। কলিংউড উইনিং শটটি নিয়ে যে আনন্দে মেতে ওঠেন, তাতে যোগ দেন বার্বাডোজে উপস্থিত হাজারো ইংল্যান্ডের সাপোর্টার। কেঁপে ওঠে যেন গোটা ইংল্যান্ডও। সেটা বিশ্ব ক্রিকেটে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার মতো কোনো আনন্দের।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইংল্যান্ডের স্বপ্ন পূরণ

অভিনন্দন ইংল্যান্ড :cloud9:   :cloud9: ,অস্ট্রেলিয়া নিপাত যাক।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইংল্যান্ডের স্বপ্ন পূরণ

অস্ট্রেলিয়ার এরকম পতন বিস্ময়কর   happy  happy

ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে,
অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে।