(edited by sabbir48 2010-05-14 15:58:46)

Topic: কি ভাবে বুঝবেন আপনার এন্টি ভাইরাস ঠিকমত কাজ করছে কিনা?

আমরা সকলেই কম্পিউটারকে ভাইরাসের হাত থেকে বাচানোর জন্য এন্টি ভাইরাস ব্যবহার করে থাকি ।কিন্তু
এন্টি ভাইরাসটি ঠিকমত কাজ করছে কিনা তা জানার কি কোন উপায় আছে? হ্যা এন্টি ভাইরাস পরীক্ষার জন্য খুবই
সহজ ও দ্রুত একটি উপায় রয়েছে । এই পরীক্ষাকে বলা হয় EICAR test যা যে কোন  এন্টি ভাইরাসে কাজ করবে।
করতে সক্ষম । পদ্ধতি:

১. প্রথমেই নোটপ্যাড চালু করতে হবে ও নিচের কোডটি কপি করতে হবে ।

X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

২.এবার ফাইলটির নাম পরিবর্তন করে myfile.com করতে হবে ।

৩.সাধারণত ফাইলটি  সেভ করার সাথে সাথে এন্টি ভাইরাস ফাইলটি ভাইরাস হিসেবে ধরে ফেলবে এবং এর দ্বারা
বুঝা যাবে এন্টি ভাইরাসটি ঠিকমত কাজ করছে ।

৪.এছাড়াও ফাইলটি কোন ZIP or RAR file এ সেভ করে  এন্টি ভাইরাস দ্বারা স্ক্যান করে দেখা যেতে পারে
যে এন্টি ভাইরাসটি compressed ফাইল থেকে ভাইরাসটি ধরতে পারে কিনা ।

এই পরীক্ষা করার ফলে কম্পিউটারে কোন সমস্যা হয় না তাই খুব সহজেই আমরা এ পরীক্ষার মাধ্যমে এন্টি ভাইরাস
ঠিকমত কাজ করছে কিনা তা বুঝতে পারব ।

EICAR =  European Institute of Computer Antivirus Research.

ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে,
অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে।


Re: কি ভাবে বুঝবেন আপনার এন্টি ভাইরাস ঠিকমত কাজ করছে কিনা?

আমার টা ধরতে পেরেছে, ইয়াহু॥  :applause:  একটা রেপু ॥

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: কি ভাবে বুঝবেন আপনার এন্টি ভাইরাস ঠিকমত কাজ করছে কিনা?

আমারটাও ধরতে পেরেছে।দারুন পোস্ট,সাব্বির ভাই। আমার পক্ষ থেকেও সম্মাননা।  :applause:   :applause:

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: কি ভাবে বুঝবেন আপনার এন্টি ভাইরাস ঠিকমত কাজ করছে কিনা?

শাওন ভাইয়া ও উপল ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। :goodvibes:

ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে,
অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে।


Re: কি ভাবে বুঝবেন আপনার এন্টি ভাইরাস ঠিকমত কাজ করছে কিনা?

আমার তাও ধরেছে, এতা আমি কিছুদিন আগে পত্রিকায় দেখেছিলাম।কিন্তু ভুলে পরিক্ষা করা হয় নি :thumbsup:  :thumbsup:

সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্বরণে
আমার হৃদয় রেখে যেতে চাই, তাদের সৃতির চরণে


Re: কি ভাবে বুঝবেন আপনার এন্টি ভাইরাস ঠিকমত কাজ করছে কিনা?

আমার Anti-Virus কাজ করছে......ইয়াহু..... :ইয়াহু: