Topic: সততা

কলুষতাময় এই পৃথিবীতে সৎ থাকা বড় দায়,
সকলেই হেথা যেকোনো উপায়ে কাঁড়ি কাঁড়ি টাকা চায়।

সৎ লোক আজ ডুমুরের ফুল – কোটিতে একটি মেলে,
অসৎ সৎকে করছে অসৎ ছলে-বলে-কৌশলে।

তবুও সততা ধ্বংস হয়নি আজকের পৃথিবীতে,
“সততাই বল” – কেউ কেউ আজও বিশ্বাসী এই মতে।

সত্য বলতে দরকার হয় নির্ভীক এক মন,
প্রাণ যায় যাক, সত্য বলব – এরূপ সাহসী পণ।

সৎ মানুষেরা সবার বন্ধু – সবাইকে ভালবাসে,
অসৎরা শুধু নিজের স্বার্থ রক্ষা হলেই হাসে।

সৎ লোক সদা নির্ভয়ে থাকে, অসৎরা থাকে ভয়ে,
অসৎ লোকেরা পরাজিত হয়, সৎ লোক হাসে জয়ে।

মিথ্যা তো মোরা সকলেই বলি - কেউ বেশি কেউ কম,
সকলেই মোরা গরমের দাস আর নরমের যম।

একদিনও যদি মিথ্যাকে ভুলে আমরা সত্য বলি,
একদিনও যদি নিজের স্বার্থ হাসিমুখে দিই বলি;

তাহলেই এই পৃথিবী সেদিন রবে কলুষতাহীন,
জন্ম মোদের সার্থক হবে, জগৎ হবে রঙিন।

এটাই মোদের লক্ষ্য আজকে – এসো সৎ পথে চলি,
জীবনে মাত্র একখানি দিন হলেও সত্য বলি।।



Re: সততা

চরম হইছে। এই রকম ছন্দ কবিতা আমার খুবই প্রিয়।  rock on!

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: সততা

ব্যাপক সুন্দর।  rock on!

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: সততা

অনেক ধন্যবাদ উপল ভাই ও শামীম ভাই কে।  happy