(edited by সুজন পাল 2011-03-30 16:38:25)

Topic: ফোল্ডার কে লুকিয়ে রাখুন আরও ভালোভাবে, কোন সফটওয়্যার ছাড়াই!!!

আমি এখন যে পদ্ধতির কথা আপনাদের বলব, তা আপনারা যদি প্রয়োগ করেন, তবে আপনি গোপনীয় ফোল্ডার বা ফাইল লুকানোর ঝামেলা থেকে পাবেন চিরমুক্তি!!!

যা করতে হবেঃ

১। আপনি যেসব ফাইলগুলো লুকাতে চান, সেগুলো একটা নতুন ফোল্ডারে রাখুন। ফোল্ডারটার নাম দিন আপনার পছন্দমতো। (সাবধান!! এই নামটি মনে রাখবেন। না হলে পরে আপনি নিজেই ফোল্ডারটি আনলক করতে পারবেন না।)

২। এবার আপনার পিসির START বাটনে ক্লিক করুন। SEARCH PROGRAMES AND FILES যেখানে লেখা আছে, সেখানে CMD লিখে কীবোর্ডের ENTER চাপুন।

৩। দেখুন, কালো রঙের যে উইন্ডোটি এসেছে, তার হেডলাইন টি এরকমঃ
Adminisrator: C:\Windows\System32\cmd.exe
(আপনি চাইলে এই রাস্তা দিয়েও এতদূর আসতে পারেন!!)

৪। দেখুন, সাদা রঙের একটা _ চিহ্ন লাফাচ্ছে!!
আপনি ওখানে টাইপ করুন attrib +s +h e:\abcd
(এটি একটি উদাহরণ। এখানে, e হল একটা ড্রাইভ, আপনি যদি d/f/g/h ড্রাইভের ফোল্ডার লক করতে চান, তবে সেই অনুযায়ী e এর পরিবর্তে d/f/g/h লিখুন। আর abcd হল সেই ফোল্ডারটির নাম, যা আপনি লুকাতে চান। abcd এর পরিবর্তে আপনার ফোল্ডারটির নাম লিখুন। "+" চিহ্নের আগে স্পেস দিতে ভুলবেন না যেন। )

৫। আর সর্বশেষ ধাপ হল, ধুম করে আপনার কীবোর্ডের ENTER বাটন টি টিপে দেয়া। এখন দেখুন তো, যে ফোল্ডারটি লুকাতে চেয়েছিলেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে কি না!!

৬। পাচ্ছেন না তো? সমস্যা কি? এটাই তো আপনি চেয়েছিলেন!! এবার আসা যাক, ফোল্ডারটি আনলক করার পদ্ধতিতে। কিছুই না!! আগের মতোই সবকিছু। শুধু "+" চিহ্নের জায়গায় "-" চিহ্ন বসিয়ে দিন। আগের মতোই ধুম করে চাপুন ENTER. ব্যাস, হয়ে গেলো। গিয়ে দেখুন, আপনার ফোল্ডার আপনার জন্য আগের জায়গায় অপেক্ষা করছে!!

আমরা সবাই FOLDER OPTION থেকে ফাইল ফোল্ডার হাইড করতে পারি। এটা এতই সহজ যে, যে কেউ আপনার অনুপস্থিতিতে আনহাইড করে দেখে নিতে পারে সবকিছু। কিন্তু এই পদ্ধতির সুবিধা হল, আপনার সেই ফোল্ডারটির নাম জানা না থাকলে কারোর সাধ্য নেই, সেটি আনহাইড করে। তাই আবারও বলছি, নামকরণটি সাবধানে করবেন এবং মনে রাখবেন। কারণ, এখানে এটাই আপনার পাসওয়ার্ড!!

অনেকেই বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ফাইল-ফোল্ডার লক করেন। যেগুলো সবাই দেখতে পারে, আর আপনার বন্ধুর সামনে যখন সেখানে ঢুকতে গেলে পাসওয়ার্ড চায়, তখন আপনার জন্য তা হয় একটা বিব্রতকর অবস্থা!! কিন্তু এখানে ফোল্ডারটি অদৃশ্য থাকবে যতক্ষণ না আপনি তাকে দৃশ্যমান করছেন।

তাই, আমার পরামর্শ, পুরনো পদ্ধতি বাদ দিন, নতুন উপায়ে লুকিয়ে রাখুন আপনার গোপনীয় ফাইলগুলো!!!!! dancing



Re: ফোল্ডার কে লুকিয়ে রাখুন আরও ভালোভাবে, কোন সফটওয়্যার ছাড়াই!!!

আমি আরও ফোল্ডার দেখা পছন্দ করি।যাইহোক হোস্টেলে থাকা পোলাপানের বেশি উপকারে আসবে।  winking  winking  winking

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: ফোল্ডার কে লুকিয়ে রাখুন আরও ভালোভাবে, কোন সফটওয়্যার ছাড়াই!!!

আমি নিজেই পিসি ইউজ করি তাই দরকার মনে করি না।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: ফোল্ডার কে লুকিয়ে রাখুন আরও ভালোভাবে, কোন সফটওয়্যার ছাড়াই!!!

কামের পোস্ট, কোনও সন্দেহ নাই! রেপু মাস্ট! দিলাম, তবে একটা চালাকির প্রশ্ন ও দিলাম:

মনে করুন, আপনি আপনার ফোল্ডার এভাবে পাস দিয়ে রাখলেন + আপনার উইনডোজ ও পাস মেরে রাখলেন। আমি বাইরে থেকে উবুন্তু এর live সিডি দিয়ে বুট করে ঢুকলাম, আপনার কোন জিনিসটা আমাকে ঠেকাবে কোনও ফোল্ডার দ্কেহা থেকে?    rolling on the floor    rolling on the floor

আনাড়ী দের হাত থেকে বেছে থাকতে বেশ ভাল উপায়! সন্দেহ নাই!

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


(edited by forum_search 2011-08-01 19:42:00)

Re: ফোল্ডার কে লুকিয়ে রাখুন আরও ভালোভাবে, কোন সফটওয়্যার ছাড়াই!!!

এই সিস্টেমে লুকানো ফোল্ডার খুব সহজেই দেখা যাবে! ফোল্ডার অপশন থেকে
hide protected operating system files(recommanded) এইটার টিক তুলে দেয়া এবং শো হিডেন ফাইল দিলেই সব গোমর ফাস হয়ে যাবে।  সাবধান!!!



Re: ফোল্ডার কে লুকিয়ে রাখুন আরও ভালোভাবে, কোন সফটওয়্যার ছাড়াই!!!

forum_search wrote:

এই সিস্টেমে লুকানো ফোল্ডার খুব সহজেই দেখা যাবে! ফোল্ডার অপশন থেকে
hide protected operating system files(recommanded) এইটার টিক তুলে দেয়া এবং শো হিডেন ফাইল দিলেই সব গোমর ফাস হয়ে যাবে।  সাবধান!!!

হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন। আমিও তাড়াতাড়ির সময় এভাবেই হাইড আর আনহাইড করি। তবে অধিকাংশ লোক এটা জানে না, তাই রিস্ক থাকলেও এটা কাজে লাগে...



Re: ফোল্ডার কে লুকিয়ে রাখুন আরও ভালোভাবে, কোন সফটওয়্যার ছাড়াই!!!

উপল BD wrote:

আমি আরও ফোল্ডার দেখা পছন্দ করি।যাইহোক হোস্টেলে থাকা পোলাপানের বেশি উপকারে আসবে।  winking  winking  winking

tik



Re: ফোল্ডার কে লুকিয়ে রাখুন আরও ভালোভাবে, কোন সফটওয়্যার ছাড়াই!!!

ভাই এটা জানা ছিল ..এটার মাধ্যমে ভালভাবে হাইড করা যায় না..... এটা সো করানো যায় ..ফোল্ডার অপসন থেকে................