Topic: গ্রামীনফোনের মডেম দিয়ে অন্যান্য অপারেটরের ইন্টারনেট ব্যবহারের পদ্ধতি।

আমাদের দেশের বেশিরভাগ মানুষ মোবাইল অপারেটরের মাধ্যমে ইনটারনেট ব্যবহার করে।এক্ষেত্রে গ্রামীণফোনের গ্রাহকের সংখ্যাই বেশি,মডেম অথবা মোবাইল দিয়ে।আমরা অনেকেই ওয়ারিদ,রবি,বাংলালিংক,টেলিটক সিম দিয়ে জিপি মডেম ব্যবহার করতে চাই,তাদের জন্য এই টিপস।
১। প্রথমে জিপি মডেমের ডিফল্ট সফ্টওয়ার এ ওপেন করুন,
২।তারপর Tools –>Options–>Profile Management যান,
৩।এখানে GP-INTERNET Select করাই আছে।
৪। ডানপাশের প্যানেলে থেকে New সিলেক্ট করুন।
এখন:-
রবি অপারেটরের জন্য:-
Profile Name: Robi-INTERNET
APN Static/APN : internet
Access Number:*99***1#   লিখুন
OK সিলেক্ট করে বের হয়ে আসুন।
এখন মডেমে রবি সিম প্রবেশ করিয়ে Connection হতে Profile Name Robi-INTERNET সিলেক্ট করে connect ক্লিক করে রবি ইন্টারনেট ব্যবহার করতে পারেন।
http://j.imagehost.org/0089/gpinternetmodem.jpg

ওয়ারিদ অপারেটরের জন্য:-
Profile Name: Warid-INTERNET
APN Static/APN : internet
Access Number:*99***1#  লিখুন
OK সিলেক্ট করে বের হয়ে আসুন।
এখন মডেমে ওয়ারিদ সিম প্রবেশ করিয়ে Connection হতে Profile Name Warid-Internet সিলেক্ট করে connect ক্লিক করে ওয়ারিদ ইন্টারনেট ব্যবহার করতে পারেন।
বাংলালিংক অপারেটরের জন্য:-
Profile Name: Banglalink-WEB
APN Static/APN : blweb
Access Number:*99***1#  লিখুন
OK সিলেক্ট করে বের হয়ে আসুন।
এখন মডেমে বাংলালিংক সিম প্রবেশ করিয়ে Connection হতে Profile Name Banglalink-web সিলেক্ট করে connect ক্লিক করে বাংলালিংক ইন্টারনেট ব্যবহার করতে পারেন।
টেলিটক অপারেটরের জন্য:-
Service Type – No Use No Pay
APN Static/APN :wap
IP=192.168.145.101
Port (optional)=9201
Service – Monthly/Daily Unlimited
APN Static/APN : gprsunl
IP=192.168.145.101 (Advanced settings)
Port (optional)=9201
http://a.imagehost.org/0671/gp_internet.jpg

বি.দ্র. অনেক সময় অন্য অপারেটরের সিম দিয়ে নেট চালাতে গেলে পাসকোর্ড চায়,আপনি গ্রামীনফোনে কাস্টমার কেয়ারে গিয়ে IMEI নম্বর দিলে তার আপনার মডেমের পাসকোর্ড দিয়ে দিবে।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: গ্রামীনফোনের মডেম দিয়ে অন্যান্য অপারেটরের ইন্টারনেট ব্যবহারের পদ্ধতি।

Warid এর নেট এর কোনও ভাল অফার আছে?

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: গ্রামীনফোনের মডেম দিয়ে অন্যান্য অপারেটরের ইন্টারনেট ব্যবহারের পদ্ধতি।

বলতে পারবো না ভাই।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: গ্রামীনফোনের মডেম দিয়ে অন্যান্য অপারেটরের ইন্টারনেট ব্যবহারের পদ্ধতি।

Using Citycell zoom ultra modem How i can use grameenphone , banglalink, robi internet. Pl tell this.



Re: গ্রামীনফোনের মডেম দিয়ে অন্যান্য অপারেটরের ইন্টারনেট ব্যবহারের পদ্ধতি।

imran hassan wrote:

Using Citycell zoom ultra modem How i can use grameenphone , banglalink, robi internet. Pl tell this.

এটা আমার জানামতে সম্বব নয়, কারণ Citycell CDMA প্রযুক্তি ব্যবহার করে আর গ্রামীণ ফোন বা বাংলালিংক জিপিআরএস প্রযুক্তি ব্যবহার করে।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: গ্রামীনফোনের মডেম দিয়ে অন্যান্য অপারেটরের ইন্টারনেট ব্যবহারের পদ্ধতি।

imran hassan wrote:

Using Citycell zoom ultra modem How i can use grameenphone , banglalink, robi internet. Pl tell this.

এটা আমার জানামতে সম্বব নয়, কারণ Citycell CDMA প্রযুক্তি ব্যবহার করে আর গ্রামীণ ফোন বা বাংলালিংক জিপিআরএস প্রযুক্তি ব্যবহার করে।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।