Topic: ইশ্বরও স্বপ্ন দেখে (অনু কবিতা)

১.
রক্তের বন্যা বয়ে গেলেও
যাদের মনে বিন্দুমাত্র
করুন সঞ্চার হয়না-
শত-ধিক সেসব নরাধম জ্ঞানপাপীদের।

২.
আদম সৃষ্টি করে ইশ্বর পরিতৃপ্ত হয়েছিলেন
তার সৃষ্ট আদম আজ পরস্পর ধ্বংসে লিপ্ত
দোযখ সৃষ্টির আগেই নতুন দোযখ এই পৃথিবী
স্বয়ং ইশ্বরও আজ নতুন পৃথিবীর স্বপ্ন দেখে

৩.
সময় এসেছে আজ
ভেংগে দিতে হবে সব পুরোন প্রথা,
পুরোন পৃথিবীর সব আবর্জনা সরিয়ে
আজ নতুন পৃথিবী গড়ার সময় এসেছে।

http://img143.imageshack.us/img143/9373/rongmoholsignature04.gif


Re: ইশ্বরও স্বপ্ন দেখে (অনু কবিতা)

বাস্তবতা সম্পন্ন কবিতা,খুবই ভালো লাগলো। :thumbsup:
কিন্তু ১,২,৩ এভাবে উল্লেখ করার কারন ঠিক বুঝলাম না।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: ইশ্বরও স্বপ্ন দেখে (অনু কবিতা)

ইশ্বর নাকি ঈশ্বর ?  :applause:  কবিতা টা পড়ে ভাল লেগেছে। আসলেই নতুন পৃথিবী গড়ার সময় এসেছে।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: ইশ্বরও স্বপ্ন দেখে (অনু কবিতা)

হয়তো বা !
ভালো লাগলো যাযাবর  :cloud9:

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।


Re: ইশ্বরও স্বপ্ন দেখে (অনু কবিতা)

ভালো