(edited by sumon 2011-12-13 23:31:51)

Topic: নতুন করে এলাম। বন্ধুরা গ্রহন করুন আমায়।

হ্যা বন্ধুরা কেমন আছ? নিশ্চই ভাল। আমি ভাল নেই। কেন বলত? দুর ছাই আমি  আমার পরিচয় না দিয়ে আজে বাজে বকছি।
যা হোক! আমি সুমন,  love struck আগে ছিলাম sumon8488 silly  পরে সুমন আর এখন sumon rock on!
থাকি কোথায়? হ্যা আমি থাকি ময়মনসিংহের অনতিদূরে একটি বড় গ্রামে।
আর কি করি বলছ তো? লেখাপড়া!
কিসে? মাত্র নবম শ্রেণী।
ওফ! কিচ্ছু লিথতে পারলাম না মনে হয়।
পারলাম?

ভাবছ আমার প্রোফাইলে এত হিবিজিবি কেন?
তবে শোন সেই করুন কাহিনি।

আমি আগে sumon8488 ছিলাম কেন বলত? ছিলাম বাংলায় লিখতে না পাড়ায় রেজি: করলাম ইংরেজিতে।
পরে সুমন হলাম কি করে?
এডমিনিষ্টেটর কে অনেক অনুরোধ করে নামটা বাংলায় করালাম সুমন।
আর এখন sumon হলাম কি করে?
আমার পছন্দের এই ফোরামে প্রবেশ করতে না পারায় আবার রেজি:করলাম sumon নামে। আবার ইংরেজিতে করলাম কারণ আমি হজ মোবাইলেও প্রবেশ করি। আর আমার মোবাইলে তো বাংলা নেই। শুধু পরতে পারি। তাই তো এত কষ্ট। আচ্ছা চলি বন্ধুরা আবার কথা হবে। wave  wave  wave  wave  wave  wave  call me



Re: নতুন করে এলাম। বন্ধুরা গ্রহন করুন আমায়।

আপনাকে পুনরায় সুস্বাগতম!



Re: নতুন করে এলাম। বন্ধুরা গ্রহন করুন আমায়।

thanks.