Topic: আমাদের ডিজিটালি ভিক্ষুক বানান হচ্ছে

বিল গেটসের জবাবের অপেক্ষায় মন্ত্রণালয়

এতদিন দেখেছি আমরা তৃতীয় বিশ্বের কাছে আর্থিক সাহায্য চেয়েছি। কিন্তু এখন এটা কি দেখছি, ডিজিটাল বাংলাদেশ গড়া হবে ভিক্ষা চেয়ে।

ওপন সোর্স দিলে বলে পণ্যের মান নিয়ে প্রশ্ন উঠবে? এসকল ননটেকি কথা বার্তা টেকি ক্ষেত্রে মানুষ কেন বলে তা জানি না।

আজীবন মাতৃ ভাষায় কম্পিউটিং।
http://www.softwarefreedomday.org/countdown/banner1-UTC-4-en.png


Re: আমাদের ডিজিটালি ভিক্ষুক বানান হচ্ছে

মোস্তফা জব্বার ওপেন সোর্স বুঝে?আর আমাদের ডিজি টাল সরকার আবার উনকেই এইসব দায়িত্ব দেন কিনা? angry

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: আমাদের ডিজিটালি ভিক্ষুক বানান হচ্ছে

এই ডিজিটাল যুগেও আগেকার মত চিঠি লিখেছে??? rolling on the floor
তাহলেই হয়েছে !! sad



Re: আমাদের ডিজিটালি ভিক্ষুক বানান হচ্ছে

বিস্তারিত দেখুন কালেরকন্ঠে-

ল্যাপটপ উৎপাদনে জটিলতা
বিল গেটসের জবাবের অপেক্ষায় মন্ত্রণালয়

টেশিসের সংশ্লিষ্ট এক কর্মকর্তা গতকাল শুক্রবার কালের কণ্ঠকে জানান, গত মাস থেকে সীমিত আকারে ল্যাপটপের পরীক্ষামূলক উৎপাদন চলছে। কিন্তু মূল উৎপাদন কবে শুরু হবে তা বলা যাচ্ছে না। ল্যাপটপে মাইক্রোসফটের সফটওয়্যার ব্যবহারের পরিকল্পনা রয়েছে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি এখনো মেলেনি।
এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোসের সঙ্গে গতকাল টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমার জানা মতে মন্ত্রণালয় থেকে বিল গেটসকে এ বিষয়ে একটি অনুরোধপত্র পাঠানো হয়েছে। তবে তার জবাব পাওয়া গেছে কি না তা বলতে পারছি না।'
অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম জানান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু নিজে বিল গেটসের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে মাইক্রোসফটের প্রয়োজনীয় সফটওয়্যার বিনা মূল্যে ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে।
রফিকুল ইসলাম বলেন, 'মাইক্রোসফট করপোরেশনের অনুমতি ছাড়া তাদের সফটওয়্যার ব্যবহার বে-আইনি হবে। এ জন্যই আনুষ্ঠানিকভাবে অনুমতি চাওয়া হয়েছে। তবে ওই চিঠির জবাব পাওয়া গেছে বলে এখনো শুনিনি।'
এদিকে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা যায়, উবানটোর (টইটঘঞঙ) মতো অনেক ওপেন সফটওয়্যারও ল্যাপটপে ব্যবহার করা যায়। কিন্তু ওই সব সফটওয়্যার দিয়ে তৈরি ল্যাপটপের মান নিয়ে প্রশ্ন উঠতে পারে।

বুঝতেছি না হাসব না কাদব !!!  surprise  surprise

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: আমাদের ডিজিটালি ভিক্ষুক বানান হচ্ছে

@dr.shamim এরা অর্থনৈতিক ভাবে বিকারগ্রস্থ, এদের জন্য কি ঔষধ আছে আপনার ঝুলিতে?

আজীবন মাতৃ ভাষায় কম্পিউটিং।
http://www.softwarefreedomday.org/countdown/banner1-UTC-4-en.png


Re: আমাদের ডিজিটালি ভিক্ষুক বানান হচ্ছে

আশিকুর_নূর wrote:

@dr.shamim এরা অর্থনৈতিক ভাবে বিকারগ্রস্থ, এদের জন্য কি ঔষধ আছে আপনার ঝুলিতে?

সে ঔষধ তো ভাই আপনারাই দিতে পারেন। আশিক ভাই, এবার সরকারী প্রতিষ্ঠানে পেঙ্গুইন মেলার ব্যবস্থা করুন। তাতে কাজ হবে।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: আমাদের ডিজিটালি ভিক্ষুক বানান হচ্ছে

dr.shamim wrote:
আশিকুর_নূর wrote:

@dr.shamim এরা অর্থনৈতিক ভাবে বিকারগ্রস্থ, এদের জন্য কি ঔষধ আছে আপনার ঝুলিতে?

সে ঔষধ তো ভাই আপনারাই দিতে পারেন। আশিক ভাই, এবার সরকারী প্রতিষ্ঠানে পেঙ্গুইন মেলার ব্যবস্থা করুন। তাতে কাজ হবে।

ওটা হচ্ছেই, মাওলানা ভাষানী প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ে FOSS Bangladesh এর পক্ষ হতে ২ দিন পরে তিনদিনের ওয়ার্কশপ করান হল লিনাক্স মিন্ট দিয়ে। এরপর আরও আসবে ইনশাআল্লাহ।

সরকারী প্রতিষ্ঠানে আয়োজন  করাটা একটু বেশি ঝামেলার।

আজীবন মাতৃ ভাষায় কম্পিউটিং।
http://www.softwarefreedomday.org/countdown/banner1-UTC-4-en.png