Topic: লিনাক্স ব্যবহারকারী জরিপ, ২০১১ (আর মাত্র ৩ দিন বাকী !)
দূর্নীতির গ্লানিমুক্ত, উন্মুক্ত সোর্স ও মুক্ত প্রযুক্তি নির্ভর, সুখী-সমৃদ্ধ, স্বনির্ভর ও সম্মানজনক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শুরু হয়েছে 'লিনাক্স ব্যবহারকারী জরিপ - ২০১১'। এই জরিপে সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে তথ্য প্রদান এবং সংগ্রহে সহযোগীতা করছে ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ (এফওএসএস বাংলাদেশ), বাংলাদেশ লিনাক্স ইউজার এলায়েন্স (বিএলইউএ) এর সহযোগী সংগঠন উবুন্টু বাংলাদেশ এর স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ সহ বাংলাদেশের আপামর সাধারন লিনাক্স ব্যবহারকারীরা।
আপনি যদি বাংলাদেশী হোন এবং একই সাথে একজন লিনাক্সপ্রেমী এবং ব্যবহারকারী হোন তো আর দেরী না করে আজই অনলাইনে আসুন আর ব্রাউজ করুন: http://bit.ly/lubd11। আর প্রাপ্ত ফর্মটিতে আপনার তথ্য দিয়ে এই জরিপে অংশ নিন। আপনার এই সকল তথ্য প্রদানের মাধ্যমে বাংলাদেশে বর্তমান লিনাক্স ব্যবহারকারীদের সঠিক সংখ্যা নির্ণয়ে আমাদের সহায়তা করুন। বিগত ১৩ই মে ২০১১ইং রোজ শুক্রবার থেকে শুরু হওয়া এই জরিপ চলবে আগামী ৩০শে জুন পর্যন্ত। ব্যক্তিগত তথ্যের পরিপূর্ন নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করে তথ্যগুলো উন্মুক্ত করা হবে আগামী ১লা জুলাই ২০১১তে। আর এই জরিপকৃত তথ্যের মাধ্যমেই বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের মানুষ জানতে পারবেন বাংলাদেশের কম্পিউটার ব্যবহারকারীরা ''সফটওয়্যার পাইরেসী'' নয় বরংচ এগিয়ে চলেছে সফটওয়্যার স্বনির্ভরতার লক্ষ্যে, উন্মুক্ত প্রযুক্তির ব্যবহারে মুক্তি, সমৃদ্ধি আর উন্নয়নের পথে ।
ইন্টারনেট সুবিধাবঞ্চিত ব্যবহারকারীরা জরিপে অংশ নিতে চাইলে প্রতি শুক্রবারে সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৩টা থেকে সন্ধ্যে ৭টা অবধি সরাসরি ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ এর প্রধান কার্যালয় বাসা নং-১, এভিনিউ-৩, ব্লক -সি, কমার্স কলেজ রোড, মিরপুর, ঢাকা -১২১৬ তে যোগাযোগ করতে পারেন।
ফরমঃলিনাক্স ব্যবহারকারী জরিপ, ২০১১
পুনশ্চঃ
আমাদের এই সংবাদ কালের কন্ঠ, সংবাদ এ প্রচারিত হয়েছে। গত ৩০ মে, ২০১১ সকালের খবরে ও এসেছে প্রচারনটা।
কারা কারা ব্যবহার করে সেটা জানতে চাইলে লিনাক্স ব্যবহারকারী জরিপ, ২০১১ এ এখন পর্যন্ত নিবন্ধিতদের ফলাফল দেখুনঃ এখানে ক্লিক করে।
ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য ঠিকানা, ইমেইল এবং ফোননং প্রকাশ করা হয়নি।
ইমেইল ঠিকানাতে কোনরকম স্প্যাম করা হবে না। শুধুমাত্র এক বা দুইবার মেইল করে কোন গ্রুপ মেইলে যোগদানের আহবান জানানো যেতে পারে।
এই ডেটাবেস এখন প্রজন্মের শামীম ভাই এবং শিপলু ভাই দেখভাল করছেন।

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।