Topic: ইন্টারনেটের স্পীড বাড়িয়ে নিন ২০%, বন্ধ করুন উইনডোজ এর রিজার্ভ।
উইনডোজ নিজের জন্য স্পীড ২০% রিজার্ভ রাখে , আপনি এটা বন্ধ করে দিতে পারেন ।
লেখা লেখি করা অনেক কষ্টের কাজ । ছবি দিয়ে দিলাম , ধাপে ধাপে দেখে নিন ।
প্রথমে যান gpedit.msc
উইনডোজ key তে চাপ দিয়ে সার্চ প্রগ্রাম এ লিখুন gpedit.msc অথবা run এ গিয়ে লিখতে পারেন ।
তারপর ধাপে ধাপে যেতে থাকুন
Local Computer Policy
Computer Configuration
Administrative Templates
Network
QOS Packet Scheduler
Limit Reservable Bandwidth.
Double click করুন Limit Reservable bandwidth.
enable করে ০% দিয়ে ok করে বের হয়ে আসুন ।
সাধারণত এটি not configured দেখায় । help tab এ দেখুন লেখা আছে ____
“By default, the Packet Scheduler limits the system to 20 percent of the bandwidth of a connection, but you can use this setting to override the default.”
“If you enable this setting, you can use the “Bandwidth limit” box to adjust the amount of bandwidth the system can reserve.”
“If you disable this setting or do not configure it, the system uses the default value of 20 percent of the connection.”