Topic: পেন ড্রাইভের ভাইরাস থেকে মুক্তি।

সাধারণত পেনড্রাইভ অথবা ইন্টারনেট থেকে কম্পিউটারে সবচেয়ে বেশি ভাইরাস ছড়ায়।কিন্তু সবাই ইন্টারনেট ব্যবহার করেন না।যারা করেন তারা অবশ্য বিভিন্ন কোম্পানির ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করতে পারেন।আর পেনড্রাইভের ক্ষেত্রে নিচের পদ্ধতিতে ভাইরাসকে ডিজেবল করা যায়--
আক্রান্ত পেন ড্রাইভে সাধারনত দুইটি ফাইল থাকে - একটি Autorun.inf আর আরেকটি মুল ভাইরাস যা  .exe/.bat/.com এক্সটেনশনের একটি ফাইল।পেন ড্রাইভ কম্পিউটারের সাথে সংযুক্ত করলে অথবা ড্রাইভে ডাবল ক্লিক করলে  উইন্ডোজ প্রথমে Autorun.inf ফাইলটি পড়ে এবং এর নির্দেশ অনুযাই  ভাইরাস ফাইলটি অ্যাকটিভেট করে। এখন যদি উইন্ডোজকে বলা হয় যে Autorun.inf ফাইলটি পেন ড্রাইভে নাই, তাহলে ভাইরাসটি আর ওপেন হবে না। এটি করার জন্য নোটপ্যাড ওপেন করে নিম্নের লাইনগুলো কপি/পেষ্ট করুন।

REGEDIT4
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\IniFileMapping\Autorun.inf]
@="@SYSbig grinoesNotExist"

এবার  save as এ গিয়ে .reg  লিখে আপনার  কম্পিউটারে ফাইলটি সেভ করুন এবং তা ওপেন করে Yes এ ক্লিক করুন।এবার আর পেনড্রাইভের ভাইরাস নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না।ধন্যবাদ।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: পেন ড্রাইভের ভাইরাস থেকে মুক্তি।

এটি কোন অপারেটিং সিস্টেম এর জন্য প্রযোজ্য হবে? কাজের জিনিস.... happy

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: পেন ড্রাইভের ভাইরাস থেকে মুক্তি।

এটা শুধু উইন্ডোজের জন্য(সকল ভার্সন)।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: পেন ড্রাইভের ভাইরাস থেকে মুক্তি।

বোঝার উপায় কী যে কাজ করছে?

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: পেন ড্রাইভের ভাইরাস থেকে মুক্তি।

কম্পিউটার থেকে Autorun.inf ফাইল পেনড্রাইভে নিয়ে টেস্ট করে দেখেন অথবা যার পিসিতে ভাইরাস আছে সেখান থেকে নিয়ে দেখেন।সমস্যা নাই,আপনারতো AVG আছেই।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: পেন ড্রাইভের ভাইরাস থেকে মুক্তি।

ভালো লেগেছে ।



Re: পেন ড্রাইভের ভাইরাস থেকে মুক্তি।

pari na.....................