Topic: ফেইসবুকে 'ভিডিও কল' করবেন যেভাবে
স্কাইপের কারিগরি সহায়তা নিয়ে গত সপ্তাহে 'ভিডিও কলিং' সেবা চালু করেছে ফেইসবুক। ফলে ব্যবহারকারীরা ফেইসবুক বন্ধুদের সঙ্গে ভিডিও কল করতে পারবেন।
ভিডিও কল করার জন্য প্রথমে ফেইসবুকে লগইন করে www.facebook.com/videocalling লিংকে ক্লিক করুন। নতুন যে পেইজটি আসবে সেখান থেকে Get Started লেখা বাটনে ক্লিক করতে হবে। ফেইসবুক ভিডিও চ্যাটিংটি আপনার জন্য চালু হয়ে গেল।
এবার আপনার চ্যাট অপশনে বেশ কিছু পরিবর্তন আসবে। যেমন_আগে চ্যাটিং বারের যেখানে শুধু মিনিমাইজ করার একটি অপশন থাকত সেখানে 'Start a video call' এবং Settings নামে দুটি বাটন যুক্ত হয়েছে। চ্যাট অপশন থেকে যেকোনো একজন অনলাইন বন্ধুর নামের ওপর ক্লিক করুন। এরপর চ্যাটবারের ওপরের দিক থেকে Start a video call' বাটনে (ক্যামেরা চিহ্ন) ক্লিক করুন। প্রথমবারের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে একটি সফটওয়্যার ডাউনলোড শুরু হবে। এটি মূলত স্কাইপ ভিডিওর সঙ্গে ব্রাউজারকে 'কম্পাটিবল' করার জন্য একটি অ্যাড-অনস সফটওয়্যার।
ডাউনলোড শেষে সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করুন। এখন আপনি ফেইসবুকে ভিডিও কলিংয়ের জন্য প্রস্তুত। আপনার যে বন্ধুর সঙ্গে 'ভিডিও কলিং' করতে চান তাঁকেও বলুন একই পদ্ধতিতে সফটওয়্যারটি সেটআপ করে নিতে। দুজনের কম্পিউটারেই সঠিক সেটআপ না হলে ভিডিও চ্যাটিং করা যাবে না। দুজনের সেটআপ সম্পন্ন হওয়ার পর আবার চ্যাটবার থেকে বন্ধুর নামের ওপর ক্লিক করুন। চ্যাটবার ওপেন হবে। ওপর থেকে আবারও 'Start a video call' বাটনে ক্লিক করুন। দেখবেন ব্রাউজার নিজেই বন্ধুকে ভিডিও কলিংয়ের জন্য আমন্ত্রণ জানাচ্ছে। আপনার বন্ধুর কাছে কল এসেছে এমন একটি পপ আপ বার্তা স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে। সেখান থেকে কল রিসিভ করার একটি অপশন থাকবে। মাউস দিয়ে 'Answer' বাটনে ক্লিক করলেই শুরু হয়ে যাবে দুজনের ভিডিও কলিং।
ভিডিও কলিং শুরু করার আগে হেডফোন এবং ওয়েবক্যামের সেটিংস ঠিক আছে কি না দেখে নিবেন। ওয়েবক্যাম ঠিক না থাকলে যেমন ভিডিও দেখা যাবে না তেমনি হেডফোন ঠিক না থাকলে কথা বলার সুযোগ থাকবে না।
Medical Guideline Books