Topic: নিবন্ধন সম্পন্ন...রাজশাহী মেডিকেল কলেজ ফোরামের নতুন সদস্য হলাম

আজ নিবন্ধন করেই ফেললাম আর হয়ে গেলাম এই ফোরামের নতুন একজন সদস্য। ফোরামটির এড্রেস যদিও অনেক দিন হল পেয়েছি, তবুও অলসতার কারণে রেজিস্ট্রেশন করা হয়ে ওঠেনি। আজ সময় করে সেটি করে ফেললাম।
প্রথমে ভেবেছিলাম ফোরামটি শুধু রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য কিন্তু আজ ঢুকে বুঝলাম সবার জন্য উন্মুক্ত। দেখি ফোরামটির পরিবেশ কেমন লাগে। মেডিকেলে পড়ুয়া হবু ডাক্তারদের কাছ থেকে বিশেষ প্রয়োজনে বিশেষ চিকিৎসাও কি নেয়া যাবে ফোরামে  tongue ? আমি আবার বেশ রোগা মানুষ। একটা না একটা ছোট-খাট সমস্যা সব সময় লেগেই থাকে sad
যাই হোক অনেক ক্যাচাল হলো। যখনই সময় পাই ঢুঁ মারার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।



Re: নিবন্ধন সম্পন্ন...রাজশাহী মেডিকেল কলেজ ফোরামের নতুন সদস্য হলাম

আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সবসময় ই চাই, যাতে মেডিকাল এর এই ফোরাম টি শুধুমাত্র মেডিকেল এর ছাত্র ছাত্রী দের মধ্যে সীমাবদ্ধ না থেকে তা সবার সাথে কাজ করবে। এতে সবার ই জ্ঞানের পরিধি প্রসারিত হবে। ফোরামে আপনাকে স্বাগতম। আশা করি ফোরামের ভালো দিক, খারাপ দিক গুলো তুলে ধরে ফোরামের উন্নতি তে সক্রিয় ভূমিকা পালন করবেন।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: নিবন্ধন সম্পন্ন...রাজশাহী মেডিকেল কলেজ ফোরামের নতুন সদস্য হলাম

আপনি যেখানে থাকুন ,আপনি আর, এম,সি ফোরামের সাথেই আছেন ।



Re: নিবন্ধন সম্পন্ন...রাজশাহী মেডিকেল কলেজ ফোরামের নতুন সদস্য হলাম

ফোরামে আপনাকে স্বাগতম । আশা করি নিয়মিত আপনার মুল্যবান বাণী প্রকাশ করে আমাদের ধন্য করবেন  thumbs up  thumbs up

http://signatures.mylivesignature.com/54490/195/2C1D5ECC2B5514D8ABEEFA8F0D34B59B.png
http://feeds.feedburner.com/medinfo24/FcZw.4.gif


Re: নিবন্ধন সম্পন্ন...রাজশাহী মেডিকেল কলেজ ফোরামের নতুন সদস্য হলাম

তিতাস ভাইকে আরএমসি ফোরামের পক্ষ থেকে সুস্বাগতম।ফোরামিং এর আসল স্বাদ কিন্তু নিয়মিত হওয়ার মধ্যে।   rose  applause

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: নিবন্ধন সম্পন্ন...রাজশাহী মেডিকেল কলেজ ফোরামের নতুন সদস্য হলাম

ফোরামে স্বাগতম। big hug

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!


Re: নিবন্ধন সম্পন্ন...রাজশাহী মেডিকেল কলেজ ফোরামের নতুন সদস্য হলাম

চালায়ে যান।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: নিবন্ধন সম্পন্ন...রাজশাহী মেডিকেল কলেজ ফোরামের নতুন সদস্য হলাম

সবাইকে ধন্যবাদ। চেষ্টা করব নিয়মিত হ্ওয়ার...।