Topic: ম্যাকের চেহারায় উবুন্টু/লিনাক্স

উবুন্টু আর ম্যাক সম্পূর্ণ আলাদা অপারেটিং সিস্টেম হওয়ায় এর ডেস্কটপ ইন্টারফেইসও আলাদা। তবে ম্যাকবুন্টু সফটওয়্যার ব্যবহার করে উবুন্টুকে ম্যাকের চেহারা দিতে পারেন। http://sourceforge.net/projects/macbuntu/ ঠিকানার সাইট থেকে প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। ফাইলটি এঙ্ট্রাক্ট করে install.sh নামক একটি ফাইল পাবেন। ফাইলটিকে ডবল ক্লিক করে Run in Terminal অপশনটি নির্বাচন করুন। টার্মিনালে স্বয়ংক্রিয়ভাবে এটি চালু হবে এবং উবুন্টু ডেস্কটপ ইন্টারফেইস ম্যাকের মতো হয়ে যাবে। মূল থিমের পাশাপাশি এটি ফন্ট, আইকন, প্যানেল, ব্রাউজার থিম ও ওয়ালপেপার ম্যাকের মতো করে দিবে।''

লিনাক্সে ব্যবহার করতে পারবেন।

সুত্রঃ আমাদের প্রযুক্তি

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books