Topic: ধনী-গরীব

ধনী-গরীব


                                                                           -সুজন পাল

ধনী-গরীবের বৈষম্যটা প্রাচীনকালের চিত্র,
রয়েছে এখনো সেই ব্যবধান, কমেনি বিন্দুমাত্র।

গরীবের শিশু রাস্তার ধারে অনাহারে দিন কাটায়,
ধনীদের শিশু ছোটবেলা থেকে নরম গদিতে ঘুমায়।

গরীবের ছেলে ইশকুলে যায়, মাঝপথে ঝরে পড়ে,
ধনীদের ছেলে ডাক্তার হয়ে বিদেশে বসতি গড়ে।

গরীব মায়েরা-বোনেরা পায়না লজ্জা ঢাকার কাপড়,
ধনীদের বউ-ছেলে-মেয়ে পরে লক্ষ টাকার চাদর।

ধনীর বাড়িতে গরীবের বউ ঝি-এর কর্ম করে,
ধনীরা তাদেরকে ইচ্ছামত ঘর-ঝাড়ু দিয়ে মারে।

গরীব বৃদ্ধ রাস্তার পাশে হাত পেতে বসে থাকে,
ধনীরা তাদের দেখে থুথু ফেলে, থাকে দশ হাত ফাঁকে।

ধনী যুবকেরা প্রেমিকার সাথে চাইনিজে খেতে যায়,
গরীবের ঘরে প্রেম-ভালোবাসা জানালা দিয়ে পালায়।

গরীবেরা আশি টাকার জন্য সারাদিন ধান ভানে,
ধনীরা কামায় আশি লাখ টাকা ক্ষণিকের ব্যবধানে।

আর কতকাল চলবে এমন ধনী-গরীবের খেলা?
আর কতকাল গরীব পরাবে ধনীর গলায় মালা?

এ প্রশ্নগুলো সকলের মনে প্রতিদিন দেয় উঁকি,
উত্তরগুলো জানে না তো কেউ; বিধাতা, তুমি জানো কি???



Re: ধনী-গরীব

অসাধারণ লাগলো, বিশেষ  করে

সুজন পাল wrote:

ধনী যুবকেরা প্রেমিকার সাথে চাইনিজে খেতে যায়,
গরীবের ঘরে প্রেম-ভালোবাসা জানালা দিয়ে পালায়।

 

রেপু প্রাপ্য, দিয়ে দিলাম।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: ধনী-গরীব

sawontheboss4 wrote:

অসাধারণ লাগলো
রেপু প্রাপ্য, দিয়ে দিলাম।

ধন্যবাদ রেপুর জন্য।
কিছু নির্মম সত্য কথা লিখলাম কবিতাটিতে...



Re: ধনী-গরীব

ভালো লাগে নি কবিতাটা



Re: ধনী-গরীব

Deb Jyoty Roy wrote:

ভালো লাগে নি কবিতাটা

মতামতের জন্য ধন্যবাদ। খারাপ লাগার কারণটা বললে উপকৃত হতাম...



Re: ধনী-গরীব

কবিতা পড়ে কেন জানি না মনে হল নরম গদিতে ঘুমানোটা আমার অপরাধ।তেমন কোনও কারন নাই। এমনি ভালো লাগে নি



Re: ধনী-গরীব

Deb Jyoty Roy wrote:

কবিতা পড়ে কেন জানি না মনে হল নরম গদিতে ঘুমানোটা আমার অপরাধ।

এটা তোমার অপরাধ না। আমাদের সমাজ ব্যবস্থার অপরাধ...



Re: ধনী-গরীব

কবিতার কথা সত্য, ছন্দ সুন্দর, উপমা বাস্তবভিত্তিক তবে এখন গরীব অনেক ভাল আছে মধ্যবিত্তের চাইতে।



Re: ধনী-গরীব

সুমন পাল wrote:

তবে এখন গরীব অনেক ভাল আছে মধ্যবিত্তের চাইতে।

কথা সত্য। মধ্যবিত্তের অবস্থা এখন সবচেয়ে খারাপ। কারণ, তাদের অনেক, সাধ্য কম। সাধ ও সাধ্যের মধ্যে বিস্তর ফারাক। ধনীদের এই ফারাকটা নাই। আর গরীবের তো সাধ বলতে কিছুই নাই, সাধ্য ও নাই।