Topic: দেখেছি মোর আঙ্গিনা কোনে
দেখেছি মোর আঙ্গিনা কোনে
শেষ বিকেল
দেখেছি মোর আঙ্গিনা কোনে
ঝোপঝাড় আর বাশের বনে,
আধ ভাঙ্গা ঐ চাদের কোনে
তারার মত কারা গো জ্বলে।
ওরা তবে শিশির কনা?
নাকি কোন মুক্তদানা,
চাদের আলোই অমন জ্বলে
থেকে থেকে পলে পরে।
কেন তবে অমন জ্বলে?
ছন্দ পায়ে আলতো চলে,
তবে কি তাদের দেই পাহারা
বাশের বনে ঘুমাই যারা।
একটা দুটো এদিক সেদিক
চোখ দুটো মোর যাচ্ছে যেদিক,
পুকুর পাড়েও যাচ্ছে দেখা
জ্বলছে সেথাই থোকা থোকা।
ওরা কি তবে আলোর দিশা
ভেঙ্গে চলে অমানিশা,
নাকি ওরা স্বপ্ন আনে
আধার ঘেরা চোখের কোনে।
নাকি তারা পরির রাণী
আলোর রেখা যাচ্ছে টানি,
ঝাকে ঝাকে জোড়াই,জোড়াই
পাতার ফাকে গাছের গোড়াই।
০৮/০১/০৫ইং
বারান্দী,যশোর