Topic: opera mini ব্যবহার করে মোবাইল এ বাংলা দেখার পদ্ধতি
যদি আপনার handset এ opera mini ডাউনলোড করা না থাকে তাহলে প্রথমে এটি ডাউনলোড করে নিন নিচের লিংক থেকে
www.operamini.com
এরপর আপনার মোবাইল এ opera mini এর ওয়েব পেজ এ গিয়ে (www.) অংশটি delete করে দিয়ে শুধুমাত্র opera:config লিখে লগ ইন করুন (বি দ্র: ২/৩ বার লগ ইন করা লাগতে পারে)
এবার নতুন একটি পেজ দেখতে পাবেন, পেজের একেবারে নিচের অংশে নিম্নোক্ত লেখাটি দেখতে পাবেন
no
use bitmap fonts for complex scripts
এবার no এর পরিবর্তে yes অপশন্স চালু করে পেজটি সেভ করে বেরিয়ে আসুন।
এখন আপনি বাংলা ফন্ট দেখার জন্য প্রস্তুত।
আমার হৃদয় রেখে যেতে চাই, তাদের সৃতির চরণে