Topic: খুব ছোট কিন্তু অনেক কাজের একটি সফটওয়্যার Beauty Studio
হ্যালো !! সবাই কেমন আছেন । ভাল তো । আজ আমি আপনাদের সাথে যে সফটওয়্যারটি শেয়ার করব তার নাম হচ্ছে Beauty Studio । এটি দিয়ে আপনি যেকোন ছবিকে মেকআপ করতে পারবেন । যে কোন ছবিকে আপনার মন মত সাজাতে পারবেন । সফটওয়্যারটির সাইজ মাত্র 4.9mb কি বিশ্বাস হচ্ছে না এত ছোট সফটওয়্যারে এত কিছু করা যায় বিশ্বাস না হলে এখান থেকে ডাউনলোড করেই দেখুন ।
বোনাস :

বোনাস হিসাবে আপনাদের যেই সফটওয়্যারটি শেয়ার করব তার নাম হচ্ছে Beauty Studio - Make Up Styler 4 4.0 এই সফটওয়্যারটি দিয়েও ছবিতে মেকআপ করা যায় । এতে আরো অনেক ফিচার আছে । সফটওয়্যারটি ইনষ্টল দিলে নিজে নিজেই বুঝে যাবেন । এখান থেকে ডাউনলোড করুন ।
সম্পাদনা : ডাউনলোড লিঙ্ক চেঞ্জ করে দিলাম, কারণ আগেরটি স্প্যানিশ ভাষার ছিল।