Topic: যে কোনো সফ্টওয়্যার uninstall করুন Advanced System Care এর সাহায্যে।
PC Tuning এর ক্ষেত্রে বর্তমান সময়ে জনপ্রিয় একটি সফ্টওয়্যার হচ্ছে Advanced System Care। এই সফ্টওয়্যারটির নানাবিধ সুবিধা রয়েছে। এর মধ্যে অন্যতম হল iobit uninstaller। Windows uninstaller এর সাহায্যে কোনো সফ্টওয়্যার uninstall করা হলে প্রায় সময়েই সফ্টওয়্যারটির কিছু ফাইল C drive এ থেকে যায়। তবে iobit uninstaller এর সাহায্যে সফ্টওয়্যার uninstall করলে এটি সফ্টওয়্যারটির leftover item সহ delete করে।
Iobit uninstaller ব্যবহার করার জন্য আপনাকে যা করতে হবে___
১। Advanced System Care ওপেন করে utilities এ click করুন।
২।Admin tools এ ক্লিক করুন।
৩।এবার Iobit uninstaller এ ক্লিক করুন।
এখন আপনি আপনার PC তে যে সফ্টওয়্যারগুলো ইন্সটল করা আছে তার লিস্ট দেখতে পাবেন।
যে সফ্টওয়্যারটি uninstall করতে চান তার পাশে click করে uninstall এ ক্লিক করুন।
সফ্টওয়্যার টি uninstall হয়ে গেলে নিচের box টি আসবে।
এবার powerful scan এ ক্লিক করুন।
সফ্টওয়্যারটি কোনো leftover আইটেম থাকলে তা দেখতে পাবেন।
Leftover আইটেম এর পাশে ক্লিক করে delete দিয়ে দিন।
সফ্টওয়্যার টি আপনার পিসি থেকে সম্পূর্ণভাবে uninstall হবে।
জীবনের আহ্বানে সামনে এগিয়ে যাই।