Topic: মহব্বতের কবিতা
অঞ্জলী
আমি শৃঙ্খলমুক্ত, পথিক অজানা পথের
খুঁজে ফিরিছিনু, বক্ষপ্রশান্তি আনিবে সে দুটি হাতের
বিষ আর মরিচীকা পারেনি দমাতে
সে চলা থামেনিকো কোন লোভাতুর দৃষ্টিতে।
প্রেমময় সে পদযূগল ক্লান্ত হয়নি কখনো
দেবীহৃদয় যুঝিব, আশা পূর্ণ হয়নিকো আজো।
হঠাৎ প্রভাতফেরী করা আমার হৃদয়- সাঁঝে
আলোয় পূর্ন হয় সেথা মোর মনমন্দির মাঝে।
একি! হিয়ার মাঝে আসিল উল্লাস সে কোন মন্ত্রে
পঞ্চবাটি জ্বালিয়ে করিব পূজা সে কোন পটে ?
কখনও বা চন্দন, কখনও বা ক্ষুদ্র তৃণে
অর্চণা করিব; লও,লও হে পূজারীর টানে।
জানি, কখনো তুষ্ট হবে, কখনো বা অতুষ্টিতে
তবুও জেনে রেখ-
অন্তরে ঠাঁই যার,চীরকাল সেথা সে রবে।
বুঝে নিও সে অব্যক্ত কথা
পারিনিকো বলিতে-
আপনি বাড়িছে সে প্রেমবৃক্ষের লতাপাতা।
এফ এইচ রিগ্যান
১৪.০২.১১