Topic: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড
কিভাবে সংযোগ নিবেন
আপনার যা যা লাগবে:
১। এডিএসএল আবেদনপত্র এবং এডিএসএল চুক্তিপত্র। ডাউনলোড করুন এখান থেকে। প্রিন্ট করে ফিলাপ করে দিলেই হবে।
২। লাস্ট পেইড বিটিসিএল বিলের কপি।
৩। ভোটার আইডির ফটোকপি।
৪। সত্যায়িত ছবি ২ কপি।
৫। বিটিসিএল ল্যান্ড লাইন (অবশ্যই)
ব্যস এবার এমেম সিস্টেমের অফিসে জমা দিয়ে দিন। আপনার ডকুমেন্ট প্রসেস হতে সময় লাগবে এক সপ্তাহের মতো। তারপর সংযোগ হয়ে যাবে।
মডেম কি বিটিসিএল থেকে কিনতেই হবে?
এডিএসএল কানেকশনের জন্য আপনাকে মডেম কিনতে হবে ঠিক, কিন্তু বিটিসিএল যেটা দেয় সেটাই কিনতে হবে এমন কোন কথা নেই। বাজার থেকে টিপিলিংকের মডেম ২,২০০ টাকায় কিনে নিন । তবে সেক্ষেত্রে দু'টি কথা-
১। হয় আপনি নিজেই মডেম সেটআপ করবেন, অথবা
২। এমেম থেকে লোক আসবে। তাহলে তাকে দিতে হবে ১০০+৩০০+৬০০ টাকা সেটআপের জন্য।
যদি আপনি ধৈর্যশীল হন এবং টেকনোলজি নিয়ে জ্ঞান থাকে তাহলে নিজে নিজে সেটআপ করতে কোন সমস্যা হবে না। তবে সেক্ষেত্রে আবেদনপত্রে কিন্তু উল্লেখ করতে হবে সেটআপ আপনি করবেন নাকি তাদের লোক করে দিবে।
মডেম ছাড়া আর কিছু লাগবে কী না
টেলিফোন কানেকশন নয়েজ ফ্রি কী না শিওর হয়ে নিন। না হলে বিটিসিএলে ফোন করে লোক দিয়ে লাইন নয়েজ ফ্রি করুন। এই নম্বরে কল করতে পারেন: 02-8362599
আপনার মডেমের সাথেই সব কেবল দেয়া থাকবে। একটি স্প্লিটার দেয়া থাকে যার সাহায্যে ফোন এবং ইন্টারনেট একসাথে চালানো যায়।
ও হ্যাঁ, ল্যান কার্ড লাগবে।
বিটিসিএল কি নেয়া উচিত হবে? (সরকারি মাল বলে কথা)
নির্ভর করে আপনি কতটা স্পিড হাঙ্গরি তার উপর। যদি ১২৮ কেবিপিএস এ বসে আপনার লক্ষ্য ২৫৬ কেবিপিএস তাহলে বিটিসিএল নেয়ার কোন দরকার নেই। কিন্তু যদি আনলিমিটেড ওয়ান এমবিপিএস চান তাহলে বিটিসিএল একমাত্র চয়েজ এখন পর্যন্ত। ওদের ৫১২ কেবিপিএসের প্যাকেজটাও খারাপ না।
কারেন্ট চলে গেলে এই কানেকশন যাবে না।
আরেকটা জিনিস মনে রাখতে হবে, ওদের কাস্টোমার কেয়ার বলে কিছুই নেই। আপনাকে হয়তো আশ্বাস দিবে আসছি, আসবো, কিন্তু আর আসবে না।
স্পিড কেমন?
স্পিড মাঝে মাঝে পড়ে যায়। তবে যখন থাকে তখন কনস্ট্যান্টলি থাকে। ইউটিউবে তখন ৪৮০পি ভিডিওগুলো বিনা বাফারিং-এ দেখা যায়। তাছাড়া টরেন্ট ডাউনলোড তো জোশ!
তাছাড়া আবেদনপত্র জমা দেবার পর যোগাযোগ রাখবেন ওদের সাথে। নাহলে কানেকশন দিয়ে রাখবে কিন্তু আপনাকে জানাবে না। আবেদনপত্র দেয়ার ৫-৬ দিন পর যোগাযোগ করে আপনার ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে নিবেন।
সব কথার শেষ কথা, সরকারি জিনিস, বুঝেশুনে কিনিস। সুতরাং এই রিভিউ দেখে তৎক্ষণাৎ বিকিউবের ফরম ফিলাপ করতে বসে যাবেন না। আগে জানুন, শুনুন, বুঝুন, তারপর কানেকশন নিন।
বিস্তারিত
আর যারা রাজশাহী তে আছেন , যদি এত টাকা খরচ না করতে চান তবে Skyline ISP ইন্টারনেট নিতে পারেন । আমি 288কেবিপিএস স্পীড নিয়েছি =900 টাকা/মাস । লাইন নিতে খরচ 1000 টাকা আর মাসিক rent কয়েক ধরনের আছে বিস্তারিত জানুন Skyline এর হাসান ভাই(+8801196061929 ) এর কাছে।
Medical Guideline Books