Topic: সফটওয়্যার ভুবন
গুগলে সার্চ করে অনেকে ইন্টারনেট থেকে সফটওয়্যার সংগ্রহ করেন। সফটওয়্যার রয়েছে এমন অধিকাংশ সাইটেই ভাইরাস থাকে। ব্যবহারকারীরা সফটওয়্যারের নামে যেসব ফাইল ডাউনলোড করেন, সেগুলোর মাধ্যমে কম্পিউটারে বাসা বাঁধে ম্যালওয়্যার ও ট্রোজান-জাতীয় ভাইরাস। ম্যালওয়্যারের মাধ্যমে ব্যবহারকারীর ইউজারনেম, পাসওয়ার্ড এবং অন্যান্য তথ্য পাচার হওয়ার পাশাপাশি হার্ডড্রাইভ থেকে বিভিন্ন ফাইল ও ফোল্ডার চিরতরে হারিয়ে যেতে পারে! তাই যেকোনো সাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করা নিরাপদ নয়। তবে বেশ কিছু সাইটের নিজস্ব ভাইরাস চেকিং প্রযুক্তি রয়েছে। এসব সাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করাটা নিরাপদ।
www.en.softonic.com
এখানে কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড করার পাশাপাশি সফটওয়্যার রিভিউ, সফটওয়্যারের স্ক্রিনশট এবং নির্দেশিকা পাওয়া যায়। Internet, Utilities, Design and Photography, Customise your PC, Audio Software, Video, Security এবং Productivity বিভাগে ক্লিক করেই সফটওয়্যার ডাউনলোড করার অপশন পাওয়া যাবে। এখান থেকে সফটওয়্যার সার্চ করার জন্য সাইটটির ওপরে সার্চ বঙ্ও রয়েছে।
www.download.cnet.com
তথ্যপ্রযুক্তি ম্যাগাজিন 'সিনেট' তাদের বাছাই করা সফটওয়্যার নিয়ে এ সাইটটি সাজিয়েছে। সফটওয়্যারের ডাউনলোডের পাশাপাশি এখানে সেগুলোর রিভিউ এবং ব্যবহারকারী রেটিং দেখার সুযোগ রয়েছে। সাইটটি প্রতিদিনই আপডেট হয়। তাই প্রতিদিনই নতুন সফটওয়্যার সম্পর্কে জানা যায়। সফটওয়্যার ডাউনলোডের জন্য সাইটটিতে Security Software, Browser, Business Software, Communications, Desktop Enhancement, Digital Photo, Education Software, Games,Graphic Design Software, Internet Software এবং Video Software সহ বেশ কিছু বিভাগ রয়েছে। সাইটটির ডান পাশ থেকে The Download Software Finder বিভাগ থেকে সফটওয়্যারের প্লাটফর্ম, বিভাগ এবং নাম লিখে সার্চ করার সুযোগ রয়েছে।
www.softpedia.com
ইন্টারনেট বিশ্বে সফটওয়্যার এনসাইক্লোপিডিয়া হিসেবে www.softpedia.com-এর নামডাক রয়েছে। সফটওয়্যারের তথ্যভাণ্ডার বলা হয় সাইটটিকে। উউন্ডোজ, ম্যাক, লিনাঙ্সহ সব অপারেটিং সিস্টেমই পাওয়া যায় এতে। সাইটটিতে বিভিন্ন ডিভাইসের ড্রাইভার সফটওয়্যারও পাওয়া যায়। সাইটটির Games বিভাগে মিলবে জনপ্রিয় বিভিন্ন কম্পিউটার সফটওয়্যার। সফটওয়্যার ডেভেলপাররা প্রয়োজনীয় বিভিন্ন সফটওয়্যারের স্ক্রিপ্টও খুঁজে নিতে পারেন সাইটটির মাধ্যমে। এ জন্য অবশ্য ক্লিক করতে হবে সাইটটির Scripts নামক বিভাগটিতে।
www.brothersoft.com
সফটওয়্যারের টিপস এবং ট্রিকস বের করতে যাঁরা ভালোবাসেন তাঁদের জন্য আদর্শ সাইট www.brothersoft.com। এখানে দুই লক্ষাধিক সফটওয়্যারের প্রতিটির সঙ্গে রয়েছে রিভিউ। সফটওয়্যারগুলো কীভাবে কাজ করে এবং কী কাজ করে তার জন্য রয়েছে স্ক্রিনশট। প্রিমিয়াম সফটওয়্যারগুলোর ট্রায়াল সংস্করণও ডাউনলোড করার সুযোগ রয়েছে। কম্পিউটার এবং মোবাইলের সফটওয়্যারের পাশাপাশি ভিডিও গেইমস ডাউনলোডের জন্যও সাইটটির খ্যাতি রয়েছে।
www.download3000.com
বিনা মূল্যে সফটওয়্যার ডাউনলোডের জন্য www.download3000.com সাইটটি এখন বেশ জনপ্রিয়। উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য এখানে কয়েক হাজার সফটওয়্যার রয়েছে। প্রতিটি সফটওয়্যারের বিবরণের পাশাপাশি সেগুলোর ধরনও উল্লেখ করা রয়েছে এখানে। এ ছাড়া সফটওয়্যারটি কতটা মানসম্মত তা বোঝার জন্য রয়েছে রেটিং সুবিধা।
www.gtdownload.com
বাজারে নতুন কী সফটওয়্যার আসছে এবং আপডেট হচ্ছে তা দেখার জন্য এটি বেশ কাজের একটি সাইট। এর Latest Software বিভাগে গেলে এসব সফটওয়্যার পাওয়া যাবে। নিজের পছন্দের সফটওয়্যারও এ সাইটে শেয়ার করার জন্য এর Submit Software বিভাগটি ব্যবহার করা যাবে।
www.getjar.com
মোবাইল ফোন ডাউনলোডে অ্যাপলের অ্যাপস্টোরের পরই গেটজারের স্থান। এর Games, Educations, Social and Messaging, Entertainment, Health এবং Life Style বিভাগে এসব অ্যাপ্লিকেশন ডাউনলোডের সুযোগ রয়েছে। মোবাইল ফোন থেকেই সরাসরি অ্যাপ্লিকেশন ডাউনলোডের জন্য এর বিশেষ মোবাইল সংস্করণ (m.getjar.com) রয়েছে।
মিলবে টরেন্ট ফাইলের মাধ্যমেও
টরেন্ট মূলত একটি ফাইল শেয়ারিং প্রটোকল। আমরা যেসব ফাইল ডাউনলোড করি, সেগুলো সাধারণত বিভিন্ন ওয়েব সার্ভারে আপলোড করা থাকে এবং ইন্টারনেটের মাধ্যমে সেখান থেকেই ফাইল আমাদের কম্পিউটারে সেভ হয়। কিন্তু টরেন্টের ক্ষেত্রে ফাইলগুলো এক ইউজারের পিসি থেকে অন্য ইউজারের পিসিতে ট্রান্সফার হয়। এ ধরনের নেটওয়ার্ককে বলা হয় P2P ফাইল শেয়ারিং নেটওয়ার্ক। আর টরেন্ট থেকে ফাইল ডাউনলোড করার জন্য একটি টরেন্ট ডাউনলোডারের প্রয়োজন হয়। www.utorrent.com/downloads থেকে মিউটরেন্ট ডাউনলোডার সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারেন। এরপর http://thepiratebay.org -এর মতো বিভিন্ন সাইটে গিয়ে কাঙ্ক্ষিত সফটওয়্যারের নাম লিখে সার্চ করুন। একই নামে একাধিক সফটওয়্যারের খোঁজ পেয়ে যাবেন। সাইটটিতে সার্চ করার আগে নিচের সার্চ অপশনে Applications লেখা বাটনে টিক চিহ্ন দিয়ে নিতে হবে। এবার একটি সফটওয়্যারের নামের ওপর ক্লিক করলে বেশ কিছু অপশন আসবে। ডাউনলোড লিংকটি কপি করে মিউটরেন্টে বসিয়ে দিন। সাধারণ গতির চেয়ে অনেক দ্রুত কাঙ্ক্ষিত সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। তবে এজন্য খেয়াল রাখতে হবে আপনার কাঙ্ক্ষিত সফটওয়্যার সিডের সংখ্যা যেন বেশি থাকে। যত বেশি সিড, ততো দ্রুত ডাউনলোড। টরেন্টের মাধ্যমে অনেক প্রিমিয়াম সফটওয়্যারও বিনা মূল্যে পাওয়ার সুযোগ রয়েছে।
জনপ্রিয় ওপেনসোর্স সফটওয়্যার
বাণিজ্যিক সফটওয়্যারের পাশাপাশি ওপেনসোর্স-ভিত্তিক সফটওয়্যারগুলো এখন বেশ জনপ্রিয়। মাইক্রোসফটের বাণিজ্যিক অপারেটিং সিস্টেম উইন্ডোজের পাশাপাশি ওপেনসোর্স-ভিত্তিক অপারেটিং সিস্টেম লিনাঙ্ এখন বেশ জনপ্রিয়। লেখালেখি বা ডেস্কটপ পাবলিশিং সফটওয়্যার এমএস অফিসের বিকল্প হিসেবে ওপেন অফিসের জনপ্রিয়তাও এখন তুঙ্গে। যেকোনো ব্যবহারকারী চাইলে www.openoffice.org ঠিকানার ওয়েবসাইট থেকে ওপেন অফিস ডাউনলোড এবং ব্যবহার করতে পারেন। ওপেনসোর্স-ভিত্তিক আরেকটি জনপ্রিয় সফটওয়্যার হলো এবিআই ওয়ার্ড। সফটওয়্যারটি বিনা মূল্যে www.abisource.com/download ঠিকানার ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বাণিজ্যিক সফটওয়্যারের পাশাপাশি ভিডিও কনভার্টার হিসেবেও মুক্ত সফটওয়্যারের কদর এখন অনেক। http://handbrake.fr/downloads.php ঠিকানার ওয়েবসাইট থেকে ডিভিডি রিপিং কনভার্টার সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। মাইক্রো ভিডিও কনভার্টার ডাউনলোড করতে পারেন www.mirovideoconverter.com ঠিকানার ওয়েবসাইট থেকে। বিভিন্ন ফাইল শেয়ারিং সাইট বা ওয়েব থেকে ডাউনলোড করার জন্য স্কিপস্ক্রিন ডাউনলোড সফটওয়্যারটিও বেশ জনপ্রিয়। এটি ডাউনলোড করতে পারেন http://skipscreen.com ঠিকানার ওয়েবসাইট থেকে। ওপেনসোর্স-ভিত্তিক ওয়েব ব্রাউজারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মজিলা ফায়ারফঙ্। এটি ডাউনলোড করা যাবে www.mozilla.org/products/firefox/ঠিকানার ওয়েবসাইট থেকে। ই-মেইল ক্লায়েন্ট সফটওয়্যার মজিলা থান্ডারবার্ড ডাউনলোড করা যাবে www.mozilla.org/products/thunderbird/ঠিকানার ওয়েবসাইট থেকে। ভিডিও প্লেয়ার ভিএলসি ডাউনলোড করা যাবে www.videolan.org/vlc/ এবং মিডিয়া প্লেয়ার ক্ল্যাসিক ডাউনলোড করা যাবে http://mpc-hc.sourceforge.net/ঠিকানার ওয়েবসাইট থেকে। গ্রাফিকস এবং ফটো এডিটিং সফটওয়্যার জিআইএমডি ডাউনলোড করা যাবে http://gimp-win.sourceforge.net/stable.html এবং পেইন্ট ডটনেট ডাউনলোড করা যাবে http://www.getpaint.net/download.html ঠিকানার ওয়েবসাইট থেকে। ইনস্ট্যান্ট মেসেঞ্জার পিওজিন ডাউনলোড করা যাবে http://www.pidgin.im/pidgin/home/ ঠিকানার ওয়েবসাইট থেকে।
অনলাইনে আরো
এসব ওয়েবসাইট ছাড়াও নিম্নোক্ত ওয়েবসাইটগুলো থেকেও বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করা যাবে। www.filehippo.com, www.tucows.com, www.filecluster.com এবং www.ksourcerer.org.
মূল : আল-আমিন কবির , কালের কণ্ঠ
Medical Guideline Books