(edited by dr.shamim 2011-01-29 19:07:34)

Topic: Firefox Beta 4 জন্য IDM

http://s4.postimage.org/1cq4lmf6s/Fire_Fox_14.jpg


মজিলা ফায়ারফক্সে চার বেটা সংস্করণে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (আইডএম) সমর্থন করে না। এ সমস্যা সমাধানের জন্য ফায়ারফক্সে addons পেইজে গিয়ে FlashGot Add-on for Firefox ডাউনলোড ও ইনস্টল করতে হবে। এর পর Firefox রিস্টাট করে মাউসের ডান বাটনে ক্লিক করে Flashgot option>Autostart downloads-এ ক্লিক করুন।

অথবা

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ৬ বেটা ফায়ারফক্স ৪ বেটা এর সাথে সম্পুর্ন সঠিকভাবে কাজ করে সেটাও আপনি ব্যবহার করতে পারেন।



সূত্র

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: Firefox Beta 4 জন্য IDM

আমি ফ্লাশগেট ব্যবহার করি,অন্য কোন ডাউনলোড ম্যানেজার ইনস্টল করা থাকলে কোন কিছু ডাউনলোড করার সময় ফ্লাশগেটের মধ্যমে আলাদাভাবে তা সিলেক্ট করা যায়।নাইস শেয়ারিং সাথে সম্মাননা।  (y)

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg