Topic: প্রিয়দেশ অথবা প্রিয়তমা
প্রিয়দেশ অথবা প্রিয়তমা
-নীল গোলাপ
তুমি আমার উপন্যাসের নায়কা,
তুমি আমার সুরের গায়িকা ।
তুমি আমার গাছের ফুলের সুবাস,
তুমিই বর্ষা শেষে শরতের আভাস।
তোমায় ঘিরে অমার সব ভালোলাগা,
তুমিই আমার স্বপ্ন ঘুম আর জাগা ।
তুমিই অমার শুভ্র চাঁদ বিকেলের আকাশে,
বৃষ্টির রিমঝিম ধারা তুমিই শ্রবণ মাসে ।
তুমি আমার মনের ক্যনভাস ছবি আঁকার,
তুমিই আছ আমায় ঘিরে রবি থেকে শনিবার ।
তুমি আমার অবুঝ মনের সকল ইচ্ছা,
ভোমায় নিয়ে বানাই আমি রূপকথার কিচ্ছা ।
বোশেখের তপ্ত দিনে তুমিই দখিনা হাওয়া,
তুমিই আমার কণ্ঠের বেসুরে গান গান গাওয়া ।
তুমি আমার পোষা আদুরে ময়না,
তাই তোমার বিরহ আমার যে আর সয়না । ।