Topic: সাইবার জগতে শহীদলিপির জন্মদিন

১৯৮৫ সালের ২৫ জানুয়ারি কম্পিউটারে নিজের তৈরি শহীদলিপি প্রোগ্রাম ব্যবহার করে বাংলা লিখেছিলেন প্রবাসী প্রকৌশলী সাইফুদ্দাহার শহীদ। গতকাল দুটি বাংলা ব্লগসাইটে শহীদলিপির সূচনার এ দিনটি উদযাপন করা হয়। ক্যাডেট কলেজ ব্লগ গতকাল প্রকাশ করে সাইফুদ্দাহার শহীদের লেখা শহীদলিপির ইতিহাস নামে একটি ই-বুক (www.cadetcollegeblog.com/pdf/shahidlipir_itihash.pdf)। ব্লগসাইটটির শিরোনাম চিত্র বা ব্যানারেও এ দিনটির উল্লেখ করা হয়েছে। শহীদ মিনারের একটি ছবি দিয়ে লেখা হয়েছে ‘২৫ জানুয়ারি ১৯৮৫, শহীদ লিপির সূচনা।’ সচলায়তন ব্লগসাইটের ব্যানারেও এ দিনটির কথা বলা হয়েছে। সেখানে লেখা হয়েছে আছে ‘শহীদলিপি ২৫ জানুয়ারী’। দুটি ব্যানারেই শহীদলিপির ফণ্টে লেখার নুমণা রয়েছে। এ দুটি সাইটে গতকাল শহীদলিপি ও এর নির্মাতা সাইফুদ্দাহার শহীদকে নিয়ে লেখা একাধিক ব্লগ প্রকাশিত হয়েছে। কয়েকটি ব্লগে ২৫ জানুয়ারিকে কম্পিউটারে বাংলার প্রচলন দিবস হিসেবে পালনের প্রস্তাব রাখা হয়েছে।

sutro

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: সাইবার জগতে শহীদলিপির জন্মদিন

ডাউনলোড দিলাম।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।