Topic: সময়ের প্রয়োজন.......
অবসর নেই অবসর নেই এই মুহুর্তে এক ফুটো অবসর নেই । নিজের দিকে তাকানোর সময়ও নেই । যান্ত্রিক জীবনের সাথে মিল রেখে এক গেয়েমি জীবন আর ভাল লাগে না ।
আজ আমার অনেক সময়ের প্রয়োজন । সেই ভোর ৪.৩০ মিনিটে ঘুম থেকে উঠে নামাজ পড়ে রান্না বান্না শেষ করতে প্রায় ৬.০০ বেজে যায় । তারপর বাচ্চাকে পড়ানো স্কুলের জন্য রেডি করে নিজের অফিসের খাবার রেডি করে সময় মতো অফিসে পোছাই । আবার সেই অফিস ছুটি ৬.০০ পৌঁছতে পৌঁছতে প্রায় রাত ৭.০০ বেজে যায় । সারাদিনের মধ্যে নিজের জন্য একফুটো অবসর খুজে পাই না । এখন আমার অনেক সময়ের প্রয়োজন । আমার বাচ্চারা মা ছাড়া অসহায় অবস্থায় থাকে সারাদিন । তা-সীন বলে আল্লাহ কেন আমার মাকে চাকুরী দিল । সবার মা স্কুলে নিয়ে যায় । সবার মা সারাদিন তাদের সাথে থাকে । বাচ্চার মনের আকুতি আমাকে কষ্ট দেয় । তা-সীন বলে আমার মাকে বুড়ো হতে দেব না আর মরতেও দিব না । অসহায় মুখগুলো আমাকে পীড়া দেয় । তা-মীম অফিসে যাওয়ার সময় খুবই কান্নাকাটি করে । শুধু বলে মা তোমার সাথে অফিসে যাবো । আমাকে তোমার সাথে নিয়ে যাও । অফিসে যাওয়ার সময় বাচ্চাদের মুখের দিকে তাকাতে পারি না । তা-মীম প্রতিদিন জিজ্ঞেস করে-মা তোমার অফিস বন্ধ আজ – আমি বলি না – ও বলে মা তুমি অফিসের সুইচটা বন্ধ করে দিয়ে আসতে পারো না । তাহলে অফিস বন্ধ হয়ে যাবে । আর বন্ধের দিনে জিজ্ঞেস করে মা আজ তোমার অফিস বন্ধ-আমি বলি হ্যা বাবা-ও বলে থ্যাংকু মা । ছুটির দিনগুলোতে আমার বাচ্চারা খুবই উৎফুল্ল থাকে । মনটা ভরে যায় । তাই বলছি আজ আমার অফুরন্ত সময়ের প্রয়োজন । অনেক সময়ের প্রয়োজন ।
অথচ এই সময়ের প্রয়োজন টা কিছুদিন পর আর থাকবে না । তখন আমার বাচ্চারা বড় হয়ে স্কুল কলেজে পড়বে । তখন তো মায়ের প্রয়োজন মিটে যাবে । তাদের নিজস্ব একটা জগৎ তৈরী হবে । এখানে হয়তো মা বাবার প্রয়োজনটা অনেক খানি কমে যাবে । হ্যাঁ আমার সময় হবে অনেক অফুরন্ত অবসর হবে আমার । যখন আমি অবসর হবো..........সরকার আমাকে অবসর দেবে......তখন আর আমার সময়ের প্রয়োজন নাই । তখন হয়তো চাইবো কাজের মধ্যে ডুবে থাকতে । কিন্তু তখন আমার হাতে অফুরন্ত অবসর.......এই অবসরের সীমা নাই শেষ নাই । জানি না আমার বাচ্চাদের মানুষ করতে পারবো কিনা । হয়তো হবে হয়তো হবে না । তখন ওদের বাচ্চাদের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবো কিনা জানি না । তবু আশা রাখি যেন একজন ভাল মা হতে পারি ।