Topic: "Hangzhou Bay Bridge"-বিশ্বের দীর্ঘতম সড়ক সেতু চায়নাতে।
চীনের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে অবকাঠামোগত উন্নয়নও বেড়ে চলেছে।১ মে ২০০৮ সালে তারা উদ্বোধন করে বিশ্বের দীর্ঘতম সড়ক সেতু Hangzhou Bay Bridge যা সাংহাই এর সাথে নিংবো শহরকে যুক্ত করেছে। এটি চীনের ঝিঝিয়াং প্রদেশে অবস্থিত।ব্রিজটি ২২ মাইল বা ৩৫.৫ কিমি দীর্ঘ।ব্রিজটি নির্মাণে খরচ পড়েছে প্রায় ১.৬ বিলিয়ন ইউএস ডলার,আর সময় লেগেছে মাত্র ৪ বছর। :অবাক: চীনা কর্তৃপক্ষের মতানুসারে -এই সেতুর ওপর দিয়ে দৈনিক প্রায় ৩০ হাজার গাড়ি যাতায়াত করে।৬ লেনের এই সড়ক সেতুতে ৫ হাজার ২০০ কলাম আছে।এসব কলামের নকশা তৈরি করেছে চীনের স্যাংডং গাউসু গ্রুপ।
নির্মাণ শুরু-৬ জুন ২০০৩
নির্মাণ শেষ-১৪ জুন ২০০৭
রাতের ব্রিজের দৃশ্য-
নির্মাণ কাহিনী:-
শ্রমিক লেগেছে- প্রায় ১০ হাজার।
এতে সাড়ে ৪ লাখ টন স্টিল ব্যবহার করা হয়েছে যা প্রায় ৬৫টি আইফেল টাওয়ারের সমান।
এ ছাড়াও ২.৩ মিলিয়ন কিউবিক কংক্রিটও এতে ব্যবহার করা হয়েছে যা অলিম্পিক গেমসে ব্যবহার করা ৩ হাজার ৮০০ টি সুইমিং পুলের আয়তনের সমান।
এই সড়কসেতু ৮ মাত্রার ভূমিকম্পও সহ্য করতে পারবে।
ভবিষ্যত পরিকল্পনা(সার্ভিস সেন্টার)-
সেতুর মাঝখানে ৩০ তলা অবজারবভেসন টাওয়ার,হোটেল,কনফারেন্স রুম,গ্যাস স্টেশন।
২০১০ সালের ২৩ মার্চ তাদের এই সার্ভিস সেন্টারে আগুন লেগে বিশাল ক্ষয় ক্ষতি হয়।
উল্লেখ্য, বিশ্বের দীর্ঘতম ১০ টি সেতুর তালিকার মধ্যে চীনেই অবস্থিত ৭ টি। :অবাক: :অবাক: এর মধ্যে বিশ্বের দীর্ঘতম ১০২ মাইলের ডানইয়াং-কানসান রেলব্রিজও আছে।
বাংলাদেশে এতো কম সময়ে এসব কবে দেখবো আমরা,নাকি আদৌ দেখার সৌভাগ্য হবে না? :দিবাস্বপ্ন: :দিবাস্বপ্ন: