Topic: নতুন বছরে কার কি ইচ্ছা?

এসে পড়লো নতুন ইংরেজী বছর ২০১১।প্রত্যেক বছর ঘিরেই আমাদের কিছু না কিছু ইচ্ছা থাকেই,গত বছর যা করতে পারিনি তা এই বছর করার আকাঙ্খাও থাকে।সাথে যোগ হয় নতুন কিছু করার,নতুন কিছু কেনার,নতুন জায়গায় যাওয়ার ইচ্ছা।তাই আসুন ফোরামের সবার সাথে নিজের সেই ইচ্ছা শেয়ার করি। happy  happy

১। গোপনীয়(পরে বলবো। winking )
২। টাকা পয়সা তেমন নাই,তারপরেও ল্যাপটপ কেনার ইচ্ছা আছে।  big grin
৩। প্রথম এসেসমেন্ট পরীক্ষায় প্লেস করা(হাতে চাদ পাওয়ার মত কঠিন কাজ sad )
৪।পরীক্ষার পর সুন্দরবনে বাঘ মামার সাথে হ্যাণ্ডশেক করতে যাওয়ার ইচ্ছা।
আপাতত এই কয়টাই মনে হলো,পরে আরও ইচ্ছা জাগলে বলবো।  big grin

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: নতুন বছরে কার কি ইচ্ছা?

তেমন কোন বিশেষ ইচ্ছা না থাকলেও আগামী বছর একটা টেরাবাইট এর এক্সটার্নাল কিনতে চাচ্ছি। ভাগ্য ভাল থাকলে একটা IPAD ও চলে আসতে পারে, আর পড়ালেখার ক্ষেত্রে পুরানো পার্ফর্মেন্স টাই ধরে রাখতে চাই।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: নতুন বছরে কার কি ইচ্ছা?

sawontheboss4 wrote:

আর পড়ালেখার ক্ষেত্রে পুরানো পার্ফর্মেন্স টাই ধরে রাখতে চাই।

ভাই 1st হওয়া দরকার আপনার।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg