Topic: 'দি বস লেআউট' এখন 'স্বাধীণ কীবোর্ড' | পুরোপুরি ওপেনসোর্স
মূল পোস্ট এখানে ,আমি শুধু কপি ও পেস্ট করলাম ।
পোস্টটি পড়ার আগে ধারাবাহিকভাবে আরো দুটি পোস্ট পড়ে নিন (যারা পড়েন নি)
১) এ ঘটনার পর ভবিষ্যতের বাংলাদেশ কী আদৌ ডিজিটাল হবে?
২) আমার তৈরী দি বস লেআউট
মাত্র কিছুদিন আগেই দি বস লেআউট আমি বানিয়ে পাবলিশ করলাম...
জানতাম তেমন কোন অসুবিধায় পড়তে হবে না। সুখবর হল তেমন কোন অসুবিধায় পড়তেও হয় নি।
অনেকেরই অভিযোগ ছিল দি বস লেআউট নামটি অনেকের পছন্দনীয় না। তাই আজ আমি নতুন সাইফের দেওয়া ঐ নাম বাদ দিয়ে নতুন একটি নাম দিয়ে আমার তৈরী দি বস লেআউটের নতুন নামকরণ করছি।
নতুন এই নামটি হলঃ
স্বাধীণ কীবোর্ড
স্বাধীণ কীবোর্ড মুক্তির সাথে সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ করা হয়েছে।
এটিকে ওপেনসোর্স করে 'মজিলা পাবলিক লাইসেন্স ১.১' লাইসেন্সের অধীণে প্রকাশিত করা হয়েছে। এটি করা হয়েছে কারণ অভ্র'ও একই লাইসেন্সের অধীণে প্রকাশিত।
নতুন একটি ওয়েবসাইট তৈরী করা হয়েছে যেখান থেকে সরাসরি স্বাধীণ কীবোর্ড নামানো যাবে।
স্বাধীণ কীবোর্ডের ওয়েবসাইটঃ
http://code.google.com/p/shadhin/
কীবোর্ডম্যাপ যোগ করা হয়েছে।
_________________________________________
সবার কাছে একান্তু অনুরোধঃ এই লেআউটটিকে সবার মাঝে ছড়িয়ে দিন। মোস্তফা জব্বার আন্দাজে পাইরেসি পাইরেসি বললেই তো হবে না...কারণও দেখাতে হবে। কমপক্ষে ৩৫টা কী এর তফাৎ থাকার পরও এই বকবকানি প্রলাপ ছাড়া আর কিই বা বলা যায়!
তাছাড়া লিনাক্সে m17n-db থেকে Unijoy চুরি করে বিজয় এর নামে প্রকাশ করে তিনি নিজেই চুরি করার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বিস্তারিত...
উপরোক্ত পোস্টটি মূল লৈখকের নাম উল্লেখপুর্বক সকল জায়গায় শেয়ার করতে অনুরোধ করছি। এছাড়া বিনীত অনুরোধ করছি সাময়িক উত্তেজনার বশবর্তী হয়ে জনাব জব্বারের নাম বিকৃতকরন ও গালাগালি না করতে। এতে জব্বার সাহেবের কোন ক্ষতি তো হয়ই না বরং নিজের ক্ষতি হয়।
Medical Guideline Books