Topic: সোনা আনলো আশরাফুলরা

গুয়াংজু এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে সোনার পদক জিতেছে বাংলাদেশ।

ফাইনালে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ছিলো ১১৯ রান। তিন বল বাকি থাকতে ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় আশরাফুলরা।
এর মধ্য দিয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশের ক্রিকেটাররা। এশিয়ান গেমসে এর আগে কখনোই সোনার পদক জিততে পারেনি বাংলাদেশ।

শুক্রবার গুয়াংগং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে করে ১১৮ রান।

আফগানিস্তানের হয়ে আসগার স্তানিকজাই করেন দলীয় সর্বোচ্চ ৩৮ রান (৩৬ বলে)। ২৫ রান আসে সাব্বির নুরীর ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন নাইম ইসলাম, শাহাদাত হোসেন এবং মোহাম্মদ আশরাফুল। একটি করে উইকেট পেয়েছেন নাজমুল হোসেন এবং নাসির হোসেন।

রান তাড়া করতে নেমে শুরুতেই অবশ্য উইকেট হারায় বাংলাদেশ। ৫ রান করে সাজঘরমুখী হন উদ্বোধনী ব্যাটসম্যান নাজিমউদ্দিন।

অন্য উদ্বোধনী ব্যাটসম্যান মিঠুন আলী আউট হন ২২ রানে। এরপর অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ১০ রান করে ফিরে গেলে চাপে পড়ে বাংলাদেশ।

ফয়সাল হোসেন ৩ এবং শুভাগতহোম চৌধুরী ১ রানে সাজঘরে ফিরে গেলে হারের শঙ্কায় পড়ে দল।

কিন্তু সেই বিপর্যয়ে হাল ধরেন বাংলাদেশের দুই ব্যাটসম্যান নাইম ইসলাম এবং সাব্বির রহমান। শেষদিকে ঝড়ো ব্যাটিং করে দলকে এনে দেন সোনার পদক।

দলকে লক্ষ্যে পৌঁছে দিয়ে নাইম ৩৪ (৪১ বলে) ও সাব্বির ৩৩ রানে (১৮ বলে) অপরাজিত ছিলেন।

আফগানিস্তানের হয়ে দুটি উইকেট নেন কারিম সাদিক।

এবারের এশিয়ান গেমসে এটি বাংলাদেশের তৃতীয় পদক। এর আগে মেয়েদের ক্রিকেটে রুপা জিতেছিল দল। বাংলাদেশের মহিলা কাবাডি দল জিতে ব্রোঞ্জ পদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/১৫০৫ ঘ.

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: সোনা আনলো আশরাফুলরা

আশরাfool পুরাই ভুয়া। (n)   (n) সাব্বির রকজ।অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে।  (y)   (y)

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg